ফের চিতাবাঘ আতঙ্ক হলদিবাড়িতে

হলদিবাড়ি, ১০ জানুয়ারিঃ ফের চিতাবাঘের আতঙ্ক ছড়াল বেলতলির ঘাট সংলগ্ন তিস্তা নদা সংলগ্ন চরে। মঙ্গলবার পারমেখলিগঞ্জের নয়ারহাটে বনদপ্তরের হাতে চিতাবাঘ ধরা পড়ার পর বুধবার ফের বাঘের দেখা মেলায় আতঙ্কিত বেলতলিরঘাট সংলগ্ন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি বনদপ্তরের নজরে আসার পরই বেলতলিতে ছুটে আসেন মেখলিগঞ্জের রেঞ্জার জোত্স্না সুব্বা। জোত্স্নাদেবী জানান, পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। এদিন বাঘ দেখতে বেলতলির ঘাট সংলগ্ন এলাকায় মানুষের ঢল নামে। ঘটনাস্থলে ছুটে য়ায় হলদিবাড়ি পুলিশ প্রশাসন।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2D0WYHp

January 10, 2018 at 06:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top