কমলগঞ্জের দেওরাছড়া চা বাগানে চা শ্রমিক নিহত

নিজস্ব প্রতিনিধি ::
সিলেটের মৌলভীবাজারের কমলগঞ্জে চা শ্রমিকের হাতে অপর চা শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার (১৪ই জানুয়ারি) সন্ধ্যায় ৭টায় উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা বাগানে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার পৌষ সংক্রান্তি উপলক্ষে চা শ্রমকি বসতিগুলো পূজা র্অচনা হয়। প্রতিটি বাড়িতেই নানা ধরনের পিঠার আয়োজন করা হয়। অনকে চা শ্রমকি আবার নেশাগ্রস্ত হয়ে পড়ে। এমনিভাবে দেওরাছড়া চা বাগানের বাজার লাইন এলাকার মৃত গঞ্জু উড়াং-এর ছেলে চা শ্রমকি মানিক লাল উড়াং (২৫)-এর ঘরে তার সাথী একই এলাকার মৃত তীর মুড় উড়াং-এর ছেলে চা শ্রমকি বাবুল উড়াং (২৪) এসে দুজনই নেশাগ্রস্ত অবস্থায় কথাকাটাকাটি হয়। নেশাগ্রস্থ অবস্থায় মানকি লাল উড়াং আর বাবুল উড়াং ধারালো দা দিয়ে একে অপরকে কুপাতে থাকে। কুপাকুপিতে উভয়ই আহত হন।
পরে স্থানীয়রা তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মানিক লাল উরাং নিহত হন। বাবুল উরাং আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। রাতে খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় ইউপি সদস্য সিতাংশু কর্মকার জানান কোন কারণে একে অন্যকে কুপাতে থাকে তা বলা যাচ্ছে না। রাত ১০:২৫ মিনিটে কমলগঞ্জ থানার ওসি মোঃ মোকতাদির হোসেন ঘটনার ১জন নিহত আর অপর জন আহত বিষয়টি নিশ্চিত করেন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2Dcxwzr

January 15, 2018 at 07:39PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top