সুরমা টাইমস ডেস্ক ঃঃ :বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আটকের পর সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা তুলে নিয়েছে বলে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দীন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে অনিন্দ্য ইসলাম অমিতকে রাজধানীর শান্তিনগরের বাসভবন থেকে ডিবি পুলিশ তুলে নিয়ে যায় বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাৎক্ষণিক এক বিবৃতিতে জানিয়েছেন।
তবে এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে বুধবার সকাল পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। অনিন্দ্য ইসলাম অমিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের ছেলে।
বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে আটক এবং অনিন্দ্য ইসলাম অমিতকে ‘তুলে নেওয়ার’ পর রাতে রাজধানীতে অন্তত তিন নেতার বাসায় গিয়ে পুলিশ তল্লাশি চালিয়েছে বলে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
মঙ্গলবার মধ্যরাতের পর থেকে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর আইনশৃঙ্খলা বাহিনী তল্লাশি চালায়।
আরো জানা যায়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন অফিসের আশেপাশেও গোয়েন্দা পুলিশের সংখ্যা বেড়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব সেখানে অবস্থান করছেন। এছাড়া ঢাকা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আহসানের পল্লবীর বাসাও পুলিশ ঘিরে রেখেছে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক আবদুর রাজ্জাক জানিয়েছেন, আহসান উল্লাহ হাসানের মিরপুর পল্লবীর ৬ নম্বর সেকসনের বাসায় রাত সাড়ে ১২টার দিকে পুলিশ তল্লাশি চালিয়েছে।
অন্যদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম ইস্কাটন রোডে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর বাসা ঘিরে রাখে। তাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা-এ ব্যাপারে কেউ কোন তথ্য জানাতে পারেনি।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘রাতে গ্রেপ্তারকৃত বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত সরকারের চরম প্রতিহিংসাপরায়ণ রাজনীতির শিকার। কারণ সাংগঠনিক দক্ষতা ও দলের সব কর্মসূচি বাস্তবায়নে তৎপরতার জন্যই অমিত সরকারের টার্গেটে পরিণত হয়েছে। সজ্জন, অমায়িক অনিন্দ্য ইসলাম অমিত সরকারের সর্বনাশা চণ্ডনীতির বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর হওয়ার জন্যই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’
অনিন্দ্য ইসলাম অমিতকে বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উঠিয়ে নেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানিয়ে মির্জা ফখরুল আরো বলেন, ‘অমিতের অবস্থান নিশ্চিতকরণ এবং অবিলম্বে তাঁর পরিবারের নিকট হাজির করার জোর দাবি জানাচ্ছি।’
বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দীন দিদার রাতে বলেন, অনিন্দ্য ইসলাম অমিতকে রাত ১২টার দিকে তুলে নেওয়া হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দলকে অবহিত করা হয়েছে।
অন্যদিকে সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর বাসায় তল্লাশি চালানো হচ্ছে। স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের ছেলেসহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে শান্তিনগরের বাসা থেকে পুলিশ তুলে নিয়ে গেছে।
এছাড়া বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবীর খান বুধবার সকালে সংবাদমাধ্যমের কাছে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের বাসায় তল্লাশির দাবি করেছেন। তবে বাসায় তল্লাশি চালানোর সময় তিন নেতার কেউ বাসায় ছিলেন না।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2BEM7hF
January 31, 2018 at 01:32PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন