পাকিস্তানকে আর্থিক সাহায্য দেওয়া বন্ধ করল আমেরিকা

ওয়াশিংটন, ৫ জানুয়ারিঃ সন্ত্রাস ইশ্যুতে একাধিকবার হুঁশিয়ারি দেওয়া সত্ত্বেও কোনওরকম কার্যকরী ব্যবস্থা নেয়নি পাকিস্তান। তাই এবার নিরাপত্তার খাতে পাকিস্তানকে আর্থিক সাহায্য দেওয়া পুরোপুরিভাবে বন্ধ করে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। আফগান তালিবান এবং হক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আর্থিক সাহায্যের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানিয়েছে মার্কিন বিদেশ মন্ত্রক।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সন্ত্রাস দমনে কোনোরকম কার্যকর পদক্ষেপ নিচ্ছে না পাকিস্তান। গত ১৫ বছরে পাকিস্তানকে ৩৩ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অর্থ সাহায্য দেওয়া হয়েছে। তবে পাকিস্তানের তরফে মিথ্যা ও প্রতারণা ছাড়া কিছুই পাওয়া যায়নি।

যদিও এখন শুধু পাকিস্তানের সামরিক বাহিনীকে নিরাপত্তার খাতে আর্থিক সাহায্য দেওয়া বন্ধ করল আমেরিকা। অসামরিক ক্ষেত্রে মার্কিন সাহায্য এখনও জারি রয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2CWtW9r

January 05, 2018 at 11:47AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top