জর্জিয়া, ২৪ জানুয়ারি- উত্তর আমেরিকা প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় এবং শক্তিশালী সংগঠন ফোবানা (ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা) এর ২০১৮ সম্মেলন এচ্ছে এবার জর্জিয়া অঙ্গরাজ্যের রাজধানী আটলান্টা ওয়াল্ড কংগ্রেস সেন্টারে । দীর্ঘ পাঁচ বছর পর ৪র্থ বারের মত সম্মেলনটি আবারও আটলান্টায় । পূর্বে ১৯৯৯,২০০৬ ও ২০১৩ সালে আটলান্টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। জর্জিয়া অন মাই মাইন্ড এই শ্লোগানকে সামনে রেখে আসন্ন ফোবানা সম্মেলন আয়োজকদের প্রথম প্রস্ততি সভা গতকাল ২১ জানুয়ারি রবিবার বেলা ২টায় স্থানীয় পুনা রেস্তোরায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বাগতিক কমিটির কনভেনর মোহাম্মদ জসিম উদ্দিন এবং সভা পরিচালনা করেন মেম্বার সেক্রেটারি নাহিদুল খান সাহেলও মোহাম্মদ মহিউদ্দিন । সভায় ফোবানা নির্বাহী কমিটির চেয়ারম্যান আতিকুর রহমান ঘোষণা দেন, ২০১৮ এর ফোবানা সম্মেলন ২৭, ২৮ ও ২৯ জুলাই ডাউন টাউন আটলান্টার প্রাণ কেন্দ্র ওয়াল্ড কংগ্রেস সেন্টারের ওমনি আটলান্টা হোটেল সিএনএন সেন্টারে অনুষ্ঠিত হবে । এ সময়ে তার সাথে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সেক্রেটারি শাহ হালিম । এছাড়াও উপস্থিত ছিলেন আসন্ন ফোবানা সম্মেলন কমিটির কনভেনর মোহাম্মদ জসিম উদ্দিন, মেম্বার সেক্রেটারি নাহিদুল খান সাহেলসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ। আর এ ফোবানা সম্মেলটি অনুষ্ঠানের দায়িত্বে রয়েছে জর্জিয়াস্থ বাংলাদেশি আমেরিকান এসোসিয়েশন অফ জর্জিয়া। অনুষ্ঠানে স্বাগতিক কমিটির কনভেনর মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ২০০৬ সালে জর্জিয়া বাংলাদেশ সমিতির আয়োজনে আটলান্টায় যখন দ্বিতীয় বারের মত ফোবানা সম্মেলন অনুষ্ঠিত তখন তিনি সে সময়ে ছিলেন জর্জিয়া বাংলাদেশ সমিতির সভাপতি এবং সেই কমিটির কনভেনর ছিলেন । পূর্বের সেসব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারের সম্মেলন সফল ও সুন্দর সম্মেলন করার প্রানবন্ত প্রচেষ্টা করে যাবেন। তিনি আরো বলেন, প্রতি বছর ফোবানা সম্মেলন হয়ে থাকে সেপ্টেম্বরের লেবার ডে উইয়িকেন্ডে । এ্যামেরিয়াকা প্রবাসী বাংলাদেশিরা সে সময়ে এ্যামেরিকান কম্যুনিটি আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানাদি উপভোগে বঞ্চিত হয়ে পড়ে । তাই এবার জুলাইয়ে এ ব্যবস্থা করেছেন । যাতে তারা এ্যামিরকান ও বাংলাদেশি কোন অনুষ্ঠান উপভোগে বঞ্চিত না হয়। তাছাড়া তার এ সময়ে সামার ভ্যাকেশান নিয়েও ফোবানার অনুষ্ঠানাদি উপভোগ করতে পারবে । ফোনাবা উপলক্ষে সেল মুল্যে হোটেল রুমও ভাড়া পাওয়া যাবে। ফোবানা নির্বাহী কমিটির চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, দীর্ঘদিনের অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে এবারে সফল ও সুন্দর সম্মেলন করার প্রত্যাশা রয়েছে। এছাড়া এবারের সম্মেলনে অতীতের সকল ভূলভ্রান্তিও শোধরানো হবে বলে আশা করছেন তিনি। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মেম্বার সেক্রেটারি নাহিদুল খান সাহেল, সোহেল আহমেদ, রোমেল খান, ডিউক খান,গাইডেন হকিন্সসহ আরো অনেকে।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2DGliPe
January 24, 2018 at 11:03PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন