কোহলিদের স্নানের জন্য বরাদ্দ মাত্র ২ মিনিট!

কেপটাউন, ৪ জানুয়ারিঃ দিনে ২ মিনিটের বেশি স্নান করতে পারবেন না সাউথ আফ্রিকায় খেলতে যাওয়া টিম ইন্ডিয়ার সদস্যরা।

কারণ একটাই। কেপটাউনে এখন দুঃসহ খরা। আর তাই এই নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় জল কষ্টের লেভেল ৬ নম্বর স্তরে রয়েছে। প্রতিমাসে ১০ হাজার লিটার জলের বদলে মাত্র ৮৭ লিটার জল একজন ব্যবহারের অনুমতি পাচ্ছেন। রাস্তার জলের কল, বোরওয়েলের মুখ থেকে পড়া প্রতি ফোঁটা জলের হিসেব রাখছে সরকার। ভারতীয় দলের সকলেই দিনে ২ মিনিটের বেশি চান না করতে আর্জি জানিয়ে রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে।

সাউথ আফ্রিকায় ৩টি টেস্ট, ৬টি একদিনের ম্যাচ, ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। প্রথম টেস্ট শুরু আগামীকাল থেকে।

জলের এই ঘাটতির অভিশাপকে ভারত আশীর্বাদ হিসেবে দেখছে ভারত। কারণ এর ফলে দক্ষিণ আফ্রিকার চিরাচরিত বাউন্সি উইকেটের চরিত্র অনেকটা বদল হবে। সবুজ থাকলেও উইকেট হতে পারে ফ্ল্যাট।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2CEi26s

January 04, 2018 at 08:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top