নিখোঁজের ৭ দিন পর শ্রমিকের লাশ উদ্ধার


সুরমা টাইমস ডেস্ক ঃঃ নিখোঁজের ৭ দিন পর সিরাজগঞ্জ পৌর এলাকা থেকে আজম শেখ (২৪) নামে এক ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে পৌর এলাকার কোবদাসপাড়া মহল্লার আরবান হাসপাতালের পেছনের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আজম শেখ কোবদাসপাড়া মহল্লার কোরবান শেখের ছেলে ও স্থানীয় একটি ইটভাটার শ্রমিক।
নিহতের বড় ভাই আবু তালেব বলেন, গত ৭দিন আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আজম শেখ। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে তার কোনো সন্ধান পায়নি। সোমবার সকালে পুকুরের মধ্যে তার লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, আজম শেখ ৭দিন ধরে নিখোঁজ ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। তবে নিখোঁজের ব্যাপারে থানায় কোনো মামলা বা ডায়েরি করা হয়নি। তাকে হত্যা করা হয়েছে কি না তা নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। রির্পোট পেলে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2mH0PQv

January 15, 2018 at 03:04PM
15 Jan 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top