সমকামীতাকে পুনর্বিবেচনা করার আশ্বাস শীর্ষ আদালতের

নয়াদিল্লি, ৮ জানুয়ারিঃ ২০১৩ সালে সুপ্রিম কোর্ট সমকামীতাকে দণ্ডনীয় অপরাধ বলে রায় দিয়েছিল। যার ফলে জোর ধাক্কা খায় সমকামী আন্দোলন। এই রায়ে পরিবর্তন চেয়ে জমা পড়ে অনেক পিটিশন। আজ সুপ্রিম কোর্ট ২০১৩ সালের এই রায় পুর্নবিবেচনা করার আশ্বাস দেয়।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে তিন সদস্যের ডিভিশন বেঞ্চে এলজিবিটি সংগঠনের দায়ের করা পিটিশনের শুনানি চলছিল আজ। সংগঠনের তরফে আইনজীবীরা সমকামের স্বপক্ষে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন। শীর্ষ আদালত জানায়, যারা সমকামীতাকে বেছে নিয়েছেন তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই।

উল্লেখ্য, ১৮৬১ সালে তৈরি হওয়া ৩৭৭ ধারা আনুযায়ী সমকাম প্রকৃতিবিরুদ্ধ যৌন সম্পর্ক। এই ধারা অনুযায়ী সমকামীতা শাস্তিযোগ্য অপরাধ। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০০৯ সালে দিল্লি হাইকোর্ট এই ধারার একটি অংশকে অসাংবিধানিক বলে। জানায়, দু’জন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে স্বেচ্ছায় সমকামী যৌন সম্পর্ক অপরাধ নয়।

এরপর ২০১৩ সালে সুপ্রিম কোর্টের পালটা একটি রায়ে সাংবিধানিক স্বীকৃতি পেয়ে ফের সমকাম ‘অপরাধ’ তকমা পায়। সঙ্গে জানানো হয়েছিল, এবিষয়ে আইনে কোনো পরিবর্তন সংসদই আনতে পারে।

গণভোটের মাধ্যমে আয়ারল্যান্ডে আইনি বৈধতা পেয়েছে সমকামী বিয়ে। ২০১৫ সালের জুনে আমেরিকার সব রাজ্যে আইনি স্বীকৃতি পেয়েছে সমকামী বিয়ে। সম্প্রতি জার্মানী, ফিনল্যান্ড ও অষ্ট্রেলিয়াতে আইনি স্বীকৃতি পেয়েছে সমকামী বিয়ে। শীর্ষ আদালতের এদিনের পর্যবেক্ষণ নিঃসন্দেহে তাদের মনোবল আরও বাড়াবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2m9qv78

January 08, 2018 at 05:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top