কলকাতা, ১৪ জানুয়ারিঃ আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে পলাতক ৩ বিচারাধীন বন্দি। পলাতক বন্দিদের মধ্যে দু’জন বাংলাদেশি। আজ সকালে বন্দিদের গণনার সময় ৩ জন বন্দি কম হওয়ায় শুরু হয় তাদের খোঁজ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। জানা গিয়েছে, শনিবার গভীর রাতে আলিপুর জেলের পেছনের ছয় নম্বর ওয়াচ টাওয়ার সংলগ্ন উঁচু পাঁচিল টপকে বন্দিরা পালায়। চাদর দিয়ে দড়ি তৈরি করে আদি গঙ্গার দিকের দেওয়াল টপকে অভিযুক্তরা পালিয়ে গিয়েছে বলে অনুমান তদন্তকারীদের। পাঁচিলের ওপাশেই রয়েছে আদি গঙ্গা। সংশোধনাগারের আঁটোসাঁটো নিরাপত্তা পেরিয়ে কীভাবে ওই ৩ বন্দি পালাতে সফল হল তা নিয়ে উঠছে প্রশ্ন। অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি। জেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2EDwZDa
January 14, 2018 at 12:21PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন