দিসপুর, ৪ জানুয়ারিঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন অসমের শ্রমিক উন্নয়ন পরিষদের সভাপতি প্রদীপ কলিতা। আজ গুয়াহাটির দিসপুর থানায় এপআইআর দায়ের করা হয়। গতকাল বীরভূমের আমোদপুরের সভায় নাগরিক পঞ্জি ইশ্যুতে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী। এ নিয়ে একাধিক মন্তব্যও করেছিলেন৷ তার বিরুদ্ধেই আজ পুলিশের দ্বারস্থ হন অসমের শ্রমিক উন্নয়ন পরিষদ।
উল্লেখ্য, অসমে জাতীয় নাগরিক পঞ্জীকরণের কাজ চলছে৷ প্রথম তালিকা প্রকাশিত হয়েছে৷ সেই তালিকায় অনেকেরই নাম নেই৷ অপ্রকাশিত নামের মধ্যে বেশিরভাগই বাঙালি। ফলে এনিয়ে আতঙ্কের পাশাপাশি বাড়ছে বাড়ছে ক্ষোভ৷ এই পরিস্থিতিতে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ইশ্যুতে মন্তব্য করেন। তিনি বলেন, অসমে কোনও বাঙালির গায়ে হাত দিলে তিনি ছেড়ে কথা বলবেন না৷ বিজেপিকে হুঁশিয়ারিও দিয়ে বলেন, ‘আগুন নিয়ে খেলবেন না৷’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2qniHnB
January 04, 2018 at 05:35PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন