বিশ্বের সবচেয়ে ধনী টি২০ ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলের খেলোয়াড় কেনার দুই দিনব্যাপী নিলাম রবিবার শেষ হয়েছে। এতে যাদের বিভিন্ন দল কিনে নিয়েছে তাদের মধ্যে বেন স্টোকস, ক্রিস গেইলের মতো নামকরা অনেক তারকাই আছেন। বাংলাদেশের সাকিব আল হাসান গেছেন সানরাইজার্স হায়দ্রাবাদে, মুস্তাফিজুর রহমান গেছেন মুম্বাই ইন্ডিয়ানসে। কিন্তু এবারে চাঞ্চল্য সৃষ্টি করেছে, প্রায় অচেনা কিছু তরুণ ক্রিকেটারকে আইপিএলের নামী ফ্রাঞ্চাইজগুলোর কিনে নেবার ঘটনা। ভারতের ক্রিকেট বিশ্লেষক বোরিয়া মজুমদার বলছেন এবার ক্রিস গেইল বিক্রি না হতে হতে হলেন বা লাসিথ মালিঙ্গা বিক্রি হলেন না। হাশিম আমলার মতো তারকা বিক্রি হলো না। কিন্তু সব ছাপিয়ে ১৭ বছর বয়সী নেপালের সন্দ্বীপ আইপিএল টিমে খেলবেন। এর ভিত্তিতে মনে হয় একটা পুরো প্রজন্ম নেপালের যারা ক্রিকেট ফলো করবেন। মাইকেল ক্লার্ক আবিষ্কার করেছেন তাকে। আরও পড়ুন:আইপিএলের এবারের আসরের সবচেয়ে দামি ক্রিকেটার স্টোকস বোরিয়া মজুমদারের মতে এবারের আইপিল নিলামের প্রকৃত চমক এটাই। তিনি বলেন আফগানিস্তানের রশিদ খান নয় কোটি টাকা পেলেন। মোহাম্মদ নবী ও রশিদ খান আইপিএলের মাধ্যমে রোল মডেলে পরিণত হয়েছেন। বেন স্টোকস যে ১২ কোটি পাবেন কিংবা কিছু ভারতীয় তারকা অনেক টাকা পাবেন এটা তো জানা কথা। কিন্তু আইপিএলের সত্যিকার গল্প হলো আফগানিস্তানের রশিদ খান আর নেপালের সন্দ্বীপ লামিচান। আরও পড়ুন:একদম সস্তায় আইপিএলে বিক্রি হলেন গেইল! এবারের নিলামের আগে প্রায় অপরিচিত এই নেপালি লেগ স্পিনারকে দলভুক্ত করে রীতিমত আলোচনার ঝড় তুলেছে দিল্লী ডেয়ারডেভিলস। নিলামে তার ভিত্তিমূল্য ছিলো ২০ লাখ রুপি এবং ওই দামেই তাকে নিয়েছে দিল্লী। সন্দ্বীপ লামিচ্যান প্রথম নেপালি ক্রিকেটার যাকে দলে নিয়ে আলোচনার জন্ম দিয়েছে দিল্লী ডেয়ারডেভিল। গত বছর বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন সন্দ্বীপ। হয়েছিলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি।-বিবিসি বাংলা। এমএ/০৩:২০/২৯ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2GsaHpm
January 29, 2018 at 09:31PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন