সঞ্জয়ের বায়োপিকে নার্গিসের চরিত্রে মণীষা

মুম্বই, ৬ জানুয়ারিঃ এ বছর জুনেই মুক্তি পাওয়ার কথা সঞ্জয় দত্তের বহু প্রতীক্ষিত বায়োপিক। তবে এখনও পর্যন্ত ছবির নাম ঠিক করে উঠতে পারেননি পরিচালক রাজকুমার হিরানি।

এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে। রাজকুমার হিরানির স্বপ্নের এই প্রোজেক্টে সঞ্জয় দত্তের মায়ের ভূমিকায় অভিনয় করছেন মণীষা কৈরালা। ওভারিয়ান ক্যানসার আক্রান্ত হওয়ার পর বহুদিন অভিনয় জগৎ থেকে দূরে থেকেছেন এই নায়িকা। ২০১৭-য় ‘ডিয়ার মায়া’ নামে একটি ছবিতে কামব্যাক করলেও, সেভাবে দাগ কাটেনি ওই ছবি।

রাজকুমার হিরানির ছবিতে নার্গিসের চরিত্রে অভিনয় করার সুযোগ মণীষার কাছে বড় ব্রেক বলেই মনে করছেন সিনেমা মহলের একাংশ।নার্গিসের ভূমিকায় মণীষার নতুন লুকও নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ার।

সূত্রের খবর, সঞ্জয়ের বাবা সুনীল দত্তের ভূমিকায় অভিনয় করছেন পরেশ রাওয়াল। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার কথা অনুষ্কা শর্মা, ভিকি কৌশল, সোনম কাপুরেরও।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2CzwqJF

January 06, 2018 at 06:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top