ঢাকা, ১৫ জানুয়ারি- শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাবেন বিরাট কোহলি, অনেকেই ভবিষ্যদ্বানী করতে শুরু করেছেন। সেটা যে যাবেন- তা অনেক আগে থেকেই টের পেতে শুরু করেছে ক্রিকেট বিশ্ব। ইতিমধ্যেই একের পর এক রেকর্ড ভাঙতে শুরু করে দিয়েছেন বিরাট কোহলি। এ যেমন সেঞ্চুরিয়নে সেঞ্চুরি করে শচীন টেন্ডুলকারের এক রেকর্ড ভেঙে দিলেন তিনি। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে দুর্দান্ত এক সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। শুধু সেঞ্চুরি করাই নয়, নিজের ইনিংসকে ছাড়িয়ে গেলেন দেড়শর গণ্ডি। তার বিশাল ইনিংসের ওপর ভর করেই ৩০৭ রান করে ভারত। তবে তার আগে ১৪৬ বলে টেস্ট ক্যারিয়ারে ২১তম সেঞ্চুরি হাকান ভারত অধিনায়ক৷ চলতি দক্ষিণ আফ্রিকা সফরে এটাই প্রথম শতরান বিরাট কোহলির৷ এর আগে কেপটাউনের দুই ইনিংস মিলিয়ে মাত্র ৩৩ রান করেন তিনি। দ্বিতীয় দিন মুরালি বিজয়ের সঙ্গে ৭৯ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ভারতের ইনিংসকে খাদের কিনারা থেকে তুলে ধরেন কোহলি। এরপর হার্দিক-কোহলির ৪৫ রানের জুটিতে দুশো রানের গণ্ডি পেরোয় ভারত। দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতীয় অধিনায়কদের মধ্যে এর আগে সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড ছিল শুধুমাত্র শচীন টেন্ডুলকরের। মাস্টার ব্লাস্টারের পরে ভারতীয়দের মধ্যে কোহলিই দ্বিতীয় অধিনায়ক, যিনি আফ্রিকা সফরে এসে সেঞ্চুরি হাঁকালেন। ১৯৯৭ সালে কেপ টাউনে সেঞ্চুরি শচীন। ১৬৯ রানের ইনিংস খেলেছিলেন সেদিন তিনি। কোহলির সঙ্গে তৃতীয় দিন ব্যাটিং শুরু করেন হার্দিক পান্ডিয়া। যদিও ক্রিজে সেট হয়ে গিয়েও মূর্খামি করে উইকেট ছুড়ে দিয়ে এলেন তিনি৷ স্ট্রাইকিং এন্ডে পৌঁছে গেলেও হার্দিকের ব্যাট বাতাসে থাকার কারণে তাকে আউট দেন আম্পায়াররা৷ ১৫ রানে প্যাভিলিয়নে ফেরেন ভারতীয় অলরাউন্ডার৷ কোহলির সঙ্গে ৭১ রানের দারুণ জুটি গড়েন অশ্বিন। তিনি আউট হন ৩৮ রানে। সূত্র: জাগোনিউজ২৪ আর/১০:১৪/১৫ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mFBQx1
January 16, 2018 at 04:59AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন