মুম্বাই, ০৭ জানুয়ারি- ভারতে ক্রিকেটের উন্মাদনা যে কোন পর্যায়ে, তার আরও একটি মর্মান্তিক নিদর্শন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে বিরাট কোহলি ৫ রানে আউট হয়ে যাওয়ার দুঃখে গায়ে আগুন দিলেন ৬৩ বছরের এক বৃদ্ধ। ভারতের মধ্যপ্রদেশের রতলামের বাসিন্দা ওই বৃদ্ধের নাম বাবুলাল বায়রওয়া। শরীরের বহু অংশ পুড়ে গেছে তার। সবচেয়ে বেশি পুড়েছে মুখ ও মাথা। অবস্থা গুরুতর। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ২৮৬ রান করার পর ভারত ৯২ রানে ৭ উইকেট হয়ে যায়। স্লিপে ক্যাচ তুলে দিয়ে বিরাট আউট হন ৫ রানে। আরও পড়ুন: ত্রিদেশীয় সিরিজের জন্য ১৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা বাবুলালের স্ত্রী জানিয়েছেন, বিরাটের ইনিংসের পরই পেট্রল নিজের গায়ে ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করতে যান তিনি। গুরুতর আহত অবস্থায় বাবুলালকে ভর্তি করা হয় নিকটবর্তী হাসপাতালে। তখন শরীরের অনেকটা পুড়ে গেছে। আপাতত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাবুলাল। পুলিশকে তিনি জানিয়েছেন, বিরাট কোহলির ৫ রানে আউট হয়ে যাওয়া তিনি মেনে নিতে পারেননি। ভারতে ক্রিকেট-পাগলামির নজির নতুন নয়। ২০০৭-এ বিশ্বকাপে ভারতের খারাপ পারফরম্যান্সের পরও অনেকে আত্মহত্যা করে ছিলেন। সূত্র: এই সময় আর/১০:১৪/০৭ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2Ek8UkG
January 08, 2018 at 05:48AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top