নাখালপাড়ার জঙ্গি আস্তানায় ৩ জঙ্গি নিহত – পিস্তল, গ্রেনেড, আত্মঘাতী ভেস্ট উদ্ধার

ডেস্ক রিপোর্টঃ রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় এক ‘জঙ্গি আস্তানা’য় চালানো অভিযানে তিন জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। অভিযানে আহত হয়েছেন দুজন র‌্যাব সদস্য। বাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে সুইসাইডাল ভেস্ট। বাড়ির মালিককে হেফাজতে নিয়েছে র‌্যাব।
জঙ্গিরা অবস্থান করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৩টা থেকে পশ্চিম নাখালপাড়ার রুবি ভিলা নামক ওই বাড়িটি ঘিরে রাখে র‌্যাব। ভবনের পঞ্চম তলায় কয়েকজন জঙ্গি রয়েছে বলে তথ্য ছিল র‌্যাবের কাছে। ভোরের দিকে বাড়ির ভেতর থেকে গুলিবর্ষণ ও গ্রেনেড নিক্ষেপ করা হয়।
জবাবে র‌্যাব পাল্টা গুলি চালায়।

প্রধানমন্ত্রী কার্যালয় এবং ন্যাম ভবনের বেশ কাছেই ‘জঙ্গি আস্তানাটি’র অবস্থান। সকালে র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ সাংবাদিকদের বলেন, ‘ভবনে তিনজনের লাশ রয়েছে। এর মধ্যে জাহিদ ও সজীব নামের দুটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। তবে দুটির ছবি একই ব্যক্তির। ধারণা করা হচ্ছে, দুজনই একই ব্যক্তি। বাকিদের পরিচয় এখানো জানা যায়নি।’ বেনজির আহমেদ আরো জানান, নিহতদের বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে হবে। পিস্তল ও গ্রেনেড উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2D3kKTP

January 12, 2018 at 12:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top