পোকা মেশানো বহুজাতিক কোম্পানির বেবিফুড খেয়ে অসুস্থ শিশু

জলপাইগুড়ি, ১৬ জানুয়ারিঃ বহুজাতিক কোম্পানির বেবিফুডের কৌটোর মধ্যে পোকা। অজান্তে সেই বেবিফুড খাওয়ানোতে অসুস্থ হয়ে পড়ল দেড় মাসের শিশু। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের কৃষি বাগান এলাকায়। মঙ্গলবার ঘটনাটি প্রকাশ্যে আসতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনায় সংশ্লিষ্ট বেবিফুড কোম্পানি ও ওষুধের দোকানের মালিকের বিরুদ্ধে জলপাইগুড়ি কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শিশুটির মা অর্চনা দাস। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অর্চনাদেবী বলেন, ‘গত ৮ তারিখ বিকেলে জলপাইগুড়ি শহরের বৌবাজার এলাকার একটি ওষুধের দোকান থেকে বহুজাতিক কোম্পানির বেবিফুডের ওই কৌটোটি কিনে নিয়ে আসা হয়। ওই রাতেই দুধ খাওয়ানোর পরেই ছেলের বমি শুরু হয়। এরপর স্থানীয় একজন হোমিওপ্যাথি চিকিৎসককে জানানোর পর তিনি বলেন, ‘খাবারের থেকে কিছু হয়েছে।’ বিষয়টি শুনে সন্দেহ হলে বাড়ি এসেই দুধের কৌটো খুলতেই দেখা যায় ছোটো ছোটো লাল পোকা গুড় দুধের মধ্যে ঘুড়ে বেরাচ্ছে। এরপরই জলপাইগুড়ি জেলা হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানো হয়। চিকিত্সক ওই বেবিফুড খাওয়ানো বন্ধ করতে বলেন। ঘটনায় সংশ্লিষ্ট বেবিফুড কোম্পানি ও ওষুধের দোকানের মালিকের বিরুদ্ধে জলপাইগুড়ি কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এদিকে, ওষুধের দোকানের মালিক বলেন, ‘আমরা শিশু খাদ্যের কৌটো সিল প্যাক অবস্থাতে তাদের দিয়েছি। এবার ভেতরে কি অবস্থায় আছে তা আমাদের পক্ষে জানা সম্ভব না। ওই পরিবারটি আমাদের কাছে আসার পরে আমরাই ওই কোম্পানীর কাস্টোমার কেয়ারে যোগাযোগ করতে বলি।’

সংবাদদাতাঃ দিব্যেন্দু সিনহা

ছবিঃ সমীর



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2FJtrAq

January 16, 2018 at 10:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top