শেখ হাসিনার কাছে সিলেটবাসীর প্রত্যাশা

IMG_20180130_003541_215মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ (সিলেট) থেকে :: টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর তৃতীয় বারের মতো সিলেট সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ দুপুর আড়াইটায় আলীয় মাদ্রাসা মাঠে সিলেটবাসির উদ্দেশ্যে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে সিলেটে চাঞ্চল্য বিরাজ করছে। সিলেটের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মিছিল সভা সমাবেশ করেছে। ব্যানার তোরণে বর্ণিল সাজে সেজেছে সিলেট। শুধু আওয়ামী লীগ নেতাকর্মীরাই নন প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে রয়েছে উৎসাহ উদ্দিপনা। সিলেট সফরে কি নিয়ে আসছেন প্রধানমন্ত্রী, এটা জানতে উন্মুখ সিলেটের জনগণ।

এ বছরের জুনে সিলেট সিটি করপোরেশন নির্বাচন ও ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দুটি গুরুত্বপূর্ণ নির্বাচনকে সামনে রেখে সফর হওয়ার ফলে আজকের আলীয় মাঠের সমাবেশে দলের নেতাকর্মী সহ সিলেটবাসিকে প্রধানমন্ত্রী নির্বাচনী নির্দেশনা প্রদান করবেন এটা অনুমেয়। তাছাড়া প্রধানমন্ত্রী তার সরকারের নেয়া ১৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং আরো ১৮টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই সিলেটের দায়িত্ব নিয়েছেন। সিলেটের আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নিজের সিলেটের দায়িত্ব নেয়ায় আগের যে কোনো সরকারের তুলনায় তার নেতৃত্বে সিলেটের উন্নয়ন বেশি হয়েছে, চাওয়ার আগেই নতুন নতুন উন্নয়ন প্রকল্প সিলেটবাসিকে উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। তারা বলেন, ৩০ জানুয়ারীর আলীয় মাঠের সমাবেশে প্রধানমন্ত্রী সিলেটের বেশ কিছু উন্নয়ন কাজের উদ্বোধন করবেন এবং কিছু নতুন উন্নয়ন প্রকল্পের ভিত্তি স্থাপন করবেন।

প্রধানমন্ত্রীর আজ যেসব উন্নয়ন প্রকল্পগুলো উদ্বোধন বা ভিত্তি স্থাপন করবেন এর বাইরেও বড় ও দীর্ঘমেয়াদী প্রকল্পের প্রত্যাশা রয়েছে সিলেটবাসির।

সিলেটবাসির প্রত্যাশায় রয়েছে সিলেট নগরীকে পূর্ণঙ্গ আধ্যাতিক ও পর্যটন নগরী গঠনের প্রকল্প, ঢাকা-সিলেট রেল লাইন ও রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বৃহত্তর সিলেটের বন্যা সমস্যা নিরসনে সিলেটের নদীগুলোর খনন প্রকল্প এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যায় প্রকল্পের চুড়ান্ত ঘোষণা।

নগরবাসীর প্রত্যাশা নিয়ে নগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমেদ কামরান বলেন, হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) সহ ৩৬০ আউলিয়ার স্মৃতিধন্য সিলেটকে আধ্যাতিক নগরী হিসেবে গড়ে তুলতে কিছু নির্দিষ্ট পরিকল্পনা গ্রহন করা প্রয়োজন। বৃহত্তর সিলেটে অসংখ্য পর্যটন কেন্দ্র রয়েছে। পর্যটকরা সিলেটের এসব পর্যটন কেন্দ্রে যাওয়ার আগে নগরীতেই অবস্থান করেন। ফলে নগরীকে পর্যটক বন্ধব নগরী হিসেবেও গড়ে তুলতে হবে। কামরান বলেন, সিলেট নগরীকে আধ্যাতিক ও পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে আমি মেয়র থাকাকালীন সময়ে পঞ্চাশ বছরের পরিকল্পনা হাতে নিয়েছিলাম। বর্তমানে সে পরিকল্পনার আলোকেই কাজ চলছে।

হযরত শাহজালাল (রহ.) এর মুফতি বাড়ির মুফতি কমর উদ্দিন কামু বলেন, সিলেট নগরীকে আধ্যাতিক ও পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন। আমরা প্রত্যাশা করছি আলীয় মাঠের সমাবেশে প্রধানমন্ত্রী সিলেট নগরী নিয়ে বড় কোনো পরিকল্পনা সিলেটবাসিকে উপহার দেবেন।

স্বনামধন্য চলচিত্র নির্মাতা রহমান মনি প্রত্যাশা করেছেন সিলেটের রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ঘোষণা আসবে প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে। তিনি বলেন, ঢাকা-সিলেট রেল লাইনকে মিটার গেজ থেকে ব্রড গেজে উন্নিত করা প্রয়োজন। এতে সড়কের উপর যেমন চাপ কমবে ঠিক তেমনি যাতায়াতে সিলেটবাসির নিরাপত্তাও বাড়বে।

সিলেটের কৃষি পরিবারগুলো সুরমা, কুশিয়ারা, কালনী নদী সহ সিলেটের নদী গুলো খননের দাবি জানিয়েছেন। তারা বলেন, সিলেটে প্রতি বছর বন্যায় তাদের বিপুল পরিমান ফসল হানি ঘটে। বন্যা নিয়ন্ত্রণে সিলেটের নদীগুলো খনন এখন সময়ের দাবী। তাদের প্রত্যাশা আলীয় মাঠের সমাবেশ থেকে প্রধানমন্ত্রী সিলেটের বন্যা নিয়ন্ত্রণে উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেবেন।

এছাড়াও সিলেটবাসির আরো কিছু প্রত্যাশা রয়েছে। উল্লেখ যোগ্য হলো- সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রকল্পের চুড়ান্ত ঘোষণা। প্রতিষ্ঠানটির ঘোষণা দেয়া হলেও এখনো এর স্থান নির্ধারিত হয়নি বা প্রকল্পে ব্যয়ও নির্ধারিত হয়নি। সিলেটের সাধারণ জনগণ প্রত্যাশা করেছেন আজই প্রধানমন্ত্রী সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় নিয়ে জটিলতার নিরসন করবেন।

সিলেটের বেকার যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে দীর্ঘদিন বন্ধ থাকা সিলেট টেক্সটাইল মিল এবং ছাতক পাল্প ও পেপার মিল চালুর দাবিও জানিয়েছেন সিলেটবাসি। তাছাড়া সিলেটের খাদিমপাড়া, দক্ষিণসুরমার গোটাটিকরের বিসিক শিল্পনগরীকে কার্যকর শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা করেছেন সিলেটের সাধারণ জনগণ।

ক্ষমতায় যাওয়ার আগে শেখ হাসিনে ঘোষণা দিয়েছিলেন মহাপরিকল্পনার মাধ্যমে সিলেটের উন্নয়ন করা হবে। শেখ হাসিনার সরকারের ৯ বছরে সিলেটে বেশ কিছু বড় প্রকল্প বাস্তবায়ন হয়েছে ও কিছু এখনো বাস্তবায়নাধীন রয়েছে। সিলেট নিয়ে প্রধানমন্ত্রীর যে মহাপরিকল্পনা তা এখনো সুনির্দিষ্ট ভাবে ঘোষণা দেয়া হয়নি। সাধারণ জনগণ আশা করছেন আলীয় মাঠের বক্তব্য থেকেই হয়তো সিলেটবাসির প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রী তার মহাপরিকল্পনার ঘোষণা দেবেন।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2rWwq5Z

January 30, 2018 at 01:14AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top