মিশিগান, ১৭ জানুয়ারি- যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নোভাই শহরে জাঁকজমকভাবে বাংলাদেশি পিঠা উৎসব-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। ৬ জানুয়ারি কয়েকশ বাংলাদেশি প্রবাসীর উপস্থিতিতে এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রে মাইনাস ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপেক্ষা করে প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত হয়েছিলেন এই পিঠা উৎসবে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের বিচিত্র নামের বাহারি সব পিঠার আয়োজন ছিল এ উৎসবে। ডালায় ডালায় থরে থরে সাজানো হয়েছিল সব পিঠা। আগত অতিথিরা সবাই লাইনে সারিবদ্ধ হয়ে প্লেট উঁচু করে নিয়েছেন পছন্দের সব পিঠা এবং পেট পুরে পিঠা খেয়েছেন। পিঠা উৎসবের সমন্বয়ক ছিলেন শান্তা খন্দকার, দিলরুবা ফাতেমা ঋতু, রওশন আরা শম্পা ও এমি ইসলাম। পিঠা উৎসব ছাড়াও আয়োজন ছিল জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের। শিশু-কিশোরদের অংশগ্রহণে আমরা করব জয় দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরু হয়। হলে থাকা অতিথিরা গলা মেলান এ গানের সঙ্গে। গানটিতে কণ্ঠ দিয়েছিল আরিজ, আরিশা, রাইয়ান, তাজরী, আতিফ, আরিয়ান, মঞ্জুরি, শ্বেতা, শ্রেয়া, শিখর, তুখড়, আলিয়া ও অহরশি। এ ছাড়া শিশু-কিশোরদের মাঝে গান করে শ্বেতা, শ্রেয়া, জারা ও দিব্ব। বাংলার বিভিন্ন উৎসবের পোশাকের ব্যতিক্রম ফ্যাশন শো করে শিশু-কিশোররা। বিভিন্ন দিবসের মধ্যে ভাষা দিবস, বসন্ত, ঈদ ও পূজার পোশাক পরিবেশন করে সামিন, শ্রদ্ধা, শ্রুতি, স্নেহা, রিশান, সামিন, রাইয়ান, রাফিদ, শারার, ফারিন, শ্রেয়া, নাশিতা, ফারিজা সাইরিন, আরিশা ও রিদিতা। অনুষ্ঠানে গান পরিবেশন করেন প্রবাসী শিল্পী রতন হাওলাদার, নাঈম মাহমুদ, সামিনা আলম, ফজলে আহাদ, নিলুফা আক্তার (নিতু), জাফরী আল ক্বাদরী, ডায়না সরকার বন্যা ও আরুপ-দীপা দম্পতি, চন্দ্র নাথ এবং আবৃত্তি করেন মোহাম্মদ সাকলাইন। কৌতুক পরিবেশন করেন অধ্যাপক আহসান হাবীব। এ ছাড়া এমি ইসলাম, চৌধুরী আফরিন, সানজিদা বন্যা, শারমিন তানিম ও নীগার সুলতানা রিম্পি পরিবেশেন করেন দলীয় নৃত্য। অনুষ্ঠানে আরো যুগলবন্দি হয়ে নৃত্য পরিবেশন করেন নাঈম- তানজিমা, মীর রসি-সারমিন, পুলক-ফারিয়া ও রিম্পি-এমি জুটি। আরও পড়ুন: টরন্টোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব সিলেট সম্মেলন অনুষ্ঠানে তানজিমা-আফরিন ফারিয়ার বাংলাদেশের মেয়ে ও নাঈম, মীর রসি, পুলক, সাইফ ও আবু রাসেলের ঢাকার পোলা দর্শকদের ব্যাপক সাড়া ফেলে। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন ফারজানা তাসমিন ও পরিচালনায় সাইফুল আজম সিদ্দিকী। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শরিফ হাসান ও সাইদ ফয়সাল। তথ্যসূত্র: এনটিভি অনলাইন এআর/২২:৪৫/১৭ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2BaYiCu
January 18, 2018 at 04:42AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন