ইংলিশ এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে বার্নলির মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি। লিগের পয়েন্ট টেবিলে এক নম্বরে থাকা দলটি এখানেও প্রভাব বিস্তার করে খেলেছে। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে তারা বার্নলিকে উড়িয়ে দিয়েছে ৪-১ গোলে। দলটির আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো জোড়া গোল করে দলকে জয়ের পথ দেখিয়ে দেন। তবে প্রতিপক্ষের মাঠে প্রথমে এগিয়ে গিয়েছিল বার্নলিই। তাদের অস্ট্রিয়ান উইঙ্গার অ্যাশলে বার্নস ২৫ মিনিটের মাথায় গোল করে বসেন। বার্নলি গোলকিপার নিক পোপের গোলকিক থেকে বল পেয়ে দুই সিটি ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে জড়ান বার্নস। প্রথমার্ধে আর গোল না হলেও দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটের মাথায় সিটিকে সমতায় ফেরান আগুয়েরো। দলটির জার্মান মিডফিল্ডার ইকে গুনদোগানের বাড়ানো বল থেকে প্রথম গোল করেন আগুয়েরো। এর দুই মিনিট পর আবার গোল করে সিটিকে এগিয়ে দেন আগুয়েরো। এবারও সেই গুনদোগানের অ্যাসিস্ট থেকে। ম্যাচের ৭১ মিনিটে ম্যানসিটির আরেক জার্মান ফরোয়ার্ড লেরয় সানে গোল করেন। সানের ক্রস থেকেই দলটির পর্তুগিজ মিডফিল্ডার বার্নার্দো সিলভা গোল করেন ৮২ মিনিটে। ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার শিষ্যরা। এই জয় তাদের এফএ কাপের চতুর্থ রাউন্ডে খেলা নিশ্চিত করেছে। আরও পড়ুন: পান্ডিয়ার বীরত্বের পরও ২০৯ রানে অলআউট ভারত এফএ কাপের তৃতীয় রাউন্ডে চেলসি মুখোমুখি হয়েছিল ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলের দ্বিতীয় স্তরের দল নরউইচ সিটির। আর ঘরের মাঠ ক্যারো রোডে ইংলিশ প্রিমিয়ার লিগের এই জায়ান্টকে আটকে দিয়েছে নরউইচ। গোলশূন্য ড্র হয়েছে ম্যাচটি। তাই চতুর্থ রাউন্ডে ওঠার লড়াইয়ে চেলসির মাঠে ১৫ জানুয়ারি আবার মুখোমুখি হবে দল দুটি। এআর/১২:০৮/০৭ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ABtkD6
January 07, 2018 at 06:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top