সুরমা টাইমস ডেস্ক ঃঃ কক্সবাজারের উখিয়ায় বন্যহাতির আক্রমণে এক রোহিঙ্গা নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও ২ জন।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল জানান- শুক্রবার (১৯ জানুয়ারি) উপজেলার কুতুপালং লম্বাশিয়া ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত মো. ইয়াকুব আলী (৪৫) মিয়ানমার থেকে পালিয়ে এসে লম্বাশিয়া ক্যাম্পের বাসিন্দা। তার লাশ স্বজনদের কাছ রয়েছে।
আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে ক্যাম্পের তাঁবুতে রয়েছেন। এরা হলেন- ইয়াকুবের স্ত্রী আনোয়ারা বেগম (৪০) ও তাদের এক ছেলে (১২)।
এএসপি টুটুল বলেন, “একটি বন্যহাতি সকালে কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে ঢুকে পড়ে। এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে ঘুমন্ত অবস্থায় ঘটনাস্থলেই ইয়াকুবের মৃত্যু হয়।”
গত বছর কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বন্যহাতির হামলায় দুই শিশুসহ ৬ জনের মৃত্যু হয়।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2DvbLdE
January 21, 2018 at 02:22PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন