ঢাকা, ১৩ জানুয়ারি- এবার আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর নিলামে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের ৮ জন খেলোয়াড়। নিলামে বাংলাদেশসহ সর্বমোট এক হাজার ১২২ জন খেলোয়াড় অংশ নেবে। ওই নিলামের মাধ্যমে কোন কোন খেলোয়াড়দের দলে দেওয় হবে ইতোমধ্যে সেই নকশা কষে রেখেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আপিএলে অংশ নিতে যাওয়া খেলোয়াড়রা হলেন- সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মাহমুদুল্লাহ রিয়াদ, আবুল হাসান রাজু, সাব্বির রহমান ও লিটন কুমার দাস। আগামী ২৭ ও ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএলের একাদশ আসরের এই নিলাম। এবার আসরের জন্য দলের বেশির ভাগ খেলোয়াড়দের নিলামের জন্য ছেড়ে দিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দলগুলো। আরও পড়ুন: বাঘের ডেরায় পৌঁছেছে হাথুরুসিংহের শ্রীলঙ্কা এদের মধ্যে শাকিব আল হাসানকে নেওয়ার জন্য অনেক বেশি আগ্রহ দেখাচ্ছে দিল্লি ডেয়ারডেভিলস। এছাড়া অন্যান্যদেরকে নিয়েও চলছে আলাপ-আলোচনা। এই বিভাগের সকল সংবাদ পড়তে এখানে ক্লিক করুন এআর/২১:৫৮/ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2DfhPGQ
January 14, 2018 at 03:59AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন