হলদিবাড়ি, ৯ জানুয়ারিঃ অবশেষে বনদপ্তরের পাতা জালে ধরা পড়ল চিতা বাঘ। সোমবার রাতে হলদিবাড়ি এলাকায় ঢুকে হামলা চালায় চিতাটি। ঘটনায় ৮ জন আহত হয়েছেন। তারপরেই চিতাটিকে ধরার জন্য এলাকায় পাতা হয়েছিল খাঁচা। আটক চিতা বাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর লাটাগুড়ি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
মেখলিগঞ্জের রেঞ্জার জ্যোৎস্না সুব্বা বলেন, ‘চিতা বাঘটি পূর্ণবয়স্ক। ঘন কুয়াশার কারণে দিক ভুল করে লাটাগুড়ি থেকে তিস্তার চড় দিয়ে হয়তো এসেছে। বর্তমানে চিতা বাঘটি সুস্থ আছে।’
বন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন বলেন, ‘চিতা বাঘটিকে ধরতে সক্ষম হয়েছেন বনকর্মীরা। স্থানীয়দের প্রচণ্ড ভিড়ে কাজ করতে অসুবিধায় পড়েন বনকর্মীরা। অবশেষে ঘুম পাড়ানি গুলিতে কাবু করা হয় চিতা বাঘটিকে।’
সংবাদদাতাঃ অমিত কুমার রায়
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2qQ78pv
January 09, 2018 at 10:24PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন