শ্রীহরিকোটা, ১২ জানুয়ারিঃ ১০০তম উপগ্রহ উৎক্ষেপণ করল ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো। কার্টোস্যাট-২ সিরিজের এই উপগ্রহটিকে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সকাল ৯.২৮ মিনিটে উৎক্ষেপণ করা হয়। লঞ্চ ভেহিকল পিএসএলভি-সি ৪০-তে ৬টি দেশের মোট ৩১টি স্যাটেলাইট রয়েছে। যার মধ্যে তিনটি স্যাটেলাইট ভারতের ও বাকি ২৮টি অন্য ছ’টি দেশের।
বাকি ২৮টির মধ্যে রয়েছে কানাডা, ফিনল্যান্ড, ফ্রান্স, কোরিয়া, ব্রিটেন এবং আমেরিকার উপগ্রহ। ৩১টি উপগ্রহের মোট ওজন ১, ৩২৩ কিলোগ্রাম।
এটি পিএসএলভি-র ৪২তম মিশন। উত্ক্ষেপণ থেকে শুরু করে কক্ষে পৌঁছতে পিএসএলভি-সি ৪০-র সময় লাগবে ২ ঘণ্টা ২১ মিনিটের মতো, জানিয়েছে ইসরো। দু’টি কক্ষপথে পাঠানো হবে উপগ্রহগুলোকে।
প্রধানমন্ত্রীর অফিসের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহ জানিয়েছেন, এটি একটি ঐতিহাসিক দিন ভারতের জন্য ৷
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2CTiGtI
January 12, 2018 at 12:16PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন