নাইজেরিয়ান ফুটবলাররা মাতালেন মহারাজপুর মাঠ ❀ রেকর্ড সংখ্যক দর্শকের উপস্থিাতি

বাংলাদেশের সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী মহারাজপুর স্কুল মাঠ মাতিয়ে গেলেন ফুটবল বিশ্বের তারকা খেলোয়াড়দের দেশ নাইজেরিয়ার ফুটবলাররা। রবিবার বিকেলে এমপি গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার চুড়ান্ত খেলায় দেশী খেলোয়াড়দের সঙ্গে নাইজেরিয়োন খেলোয়াড়দের অংশ গ্রহণ একটা ভিন্নমাত্রা যোগ দেয়।

মহারাজপুর ইউনিয়ন যুবলীগ ও মহারাজপুর জাগৃতি সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত এমপি গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় অংশ নেয়া মোট ১৯টি দলের মধ্যে চুড়ান্ত খেলায় মুখোমুখি হয় বারঘরিয়া একাদশ ও মহারাজপুর একাদশ।

পুর্ব নির্ধারিত চুড়ান্ত খেলায় দু’দলেই বিদেশী খেলোয়াড় অংশ নিচ্ছেন এমন প্রচরাণায় এই ফুটবল প্রতিযোগিতাকে ঘিরে ওই এলাকায় ভিন্ন আমেজ সৃষ্টি হয়। বিদেশী খেলোয়াড়দের অংশ গ্রহণে চুড়ান্ত খেলা উপভোগ করতে দুপুরের পর থেকে কানায়-কানায়পূর্ণ হয়ে যায় মহারাজপুর স্কুল মাঠ। মাঠের বাইরে স্কুল ভবনের ছাদ মসজিদের ছাদসহ আমগাছের উপরেও প্রচুর দর্শককে দেখা যায়।

বিকেলে শুরু হওয়া চুড়ান্ত খেলাটি ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপুর্ণ। নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে পারেনি। উভয় দলই কয়েক দফা গোলের সুযোগ পেয়ে তা ‘হাতছাড়া’ করেছে। খেলাটি গোলশূন্য ড্র হলে ফলাফল নির্ধারিত হয়ে ট্রাইবেকারের মাধ্যমে। ট্রাইবেকারে বারোঘরিয়া একাদশ ৪-৩ গোলে মহারাজপুর একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
প্রতিযোগিতা শেষে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয।

মহারাজপুর স্কুল মুক্ত মঞ্চে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আব্দুল ওদুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহারাজপুর ইউনিয়ন চেয়ারম্যান এজাবুল হক বুলি।

অনুষ্ঠানে বিজীয় ও বিজিত দলের মাঝে ট্রফি’র পাশাপাশি খেলোয়াড় খেলা পরিচালনাকারীসহ আয়োজকদের পুরস্কৃত করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১-০১-১৮


from Chapainawabganjnews http://ift.tt/2G2IBAZ

January 21, 2018 at 10:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top