সুরমা টাইমস ডেস্ক ঃঃ ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও ইসলামী আন্দোলন সিলেট মহানগরের সেক্রেটারী ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ বলেন, শীতার্তদের সাহায্যর করাও একটি ইবাদাত।
শীতার্ত মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালীদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করা প্রয়োজন। তাই ইসলামে দরিদ্রদের প্রতি সবার দয়া প্রদর্শনের কথা বলা হয়েছে। যার অন্তরে দয়ামায়া আছে, যে পরোপকারী, আল্লাহ তাকে ভালোবাসেন।
এ জন্য রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা ক্ষুধার্তকে খাদ্য দাও, রুগ্ন ব্যক্তির সেবা করো এবং বন্দীকে মুক্ত করো অথবা ঋণের দায়ে আবদ্ধ ব্যক্তিকে ঋণমুক্ত করো।’ বিত্তবানদের পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র সরবরাহ করে সাধ্যমতো শীতার্তদের পাশে এসে দাঁড়ানোর জন্য তিনি বিত্তবানদের প্রতি আহ্বান করেন।
আজ শুক্রবার (২৬ জানুয়ারি) বেলা ১১টায় সিলেট জেলার দক্ষিণ সুরমা থানায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের উদ্যোগে নগরীর দক্ষিণ সুরমাস্থ কদমতলী পয়েন্টে বিভিন্ন এলাকা থেকে আগত অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ইসলামী আন্দোলন দক্ষিণ সুরমা থানা সভাপতি মো. রুহুল আমিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন জেলার সহ সভাপতি মো. আনোয়ার হোসেন, সেক্রেটারী আব্দুল মুহিত, সাংগঠনিক সম্পাদক মো. সফর মোল্লা, বামুক সাধারণ সম্পাদক আব্দুল জলিল, মো. সালাউদ্দিন প্রমুখ। এছাড়াও ইসলামী শ্রমিক আন্দোলন ও যুব আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2rK5aaE
January 26, 2018 at 04:10PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন