মৈত্রী এক্সপ্রেসে মহিলার শ্লীলতাহানির অভিযোগ

কলকাতা, ২২ জানুয়ারিঃ ভারতের মাটিতে নির্যাতনের শিকার হলেন বাংলাদেশি এক মহিলা। মৈত্রী এক্সপ্রেসের ঘটনা।

জিআরপি সূত্রে খবর, সোমবার কলকাতা স্টেশন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয় মৈত্রী এক্সপ্রেস। ট্রেনের এক মহিলা যাত্রী শৌচালয়ে যান। সেখানেই এক বিএসএফ জওয়ান ওই মহিলার শ্লীলতাহানি করেন। ট্রেন গেদে সীমান্তে পৌঁছলে, সেখানে টিকিট পরীক্ষকের কাছে অভিযোগ জানান ওই মহিলার স্বামী।
গেদে স্টেশনেই অভিযোগ নথিভুক্ত হয়। তবে ঘটনাটি ঘটেছে দমদম থেকে ব্যারাকপুর স্টেশনের মধ্যে। তাই এই ঘটনার তদন্ত করবে দমদম জিআরপি।

প্রসঙ্গত, এর আগে মৈত্রী এক্সপ্রেসে নিরাপত্তার দায়িত্বে ছিল জিআরপি ও আরপিএফ। পরে তা বদলে ওই ট্রেনের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব তুলে দেওয়া হয় বিএসএফের হাতে।
এখন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরাই কলকাতা থেকে গেদে পর্যন্ত নিরাপত্তার দায়িত্বে থাকেন।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2DpI0aO

January 22, 2018 at 06:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top