সেঞ্চুরিয়ন, ১৬ জানুয়ারিঃ নিয়ম ভেঙে শাস্তির মুখে পড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আইসিসি কোড অফ কন্ডাক্ট ভেঙে জরিমানা হল তাঁর। আম্পায়ারের প্রতি আক্রমণাত্মক মনোভাব দেখানোয় তাঁর ম্যাচ ফির ২৫ শতাংশ কাটা হবে।
আইসিসির নিয়মবিধির আর্টিকেল ২.১১ অনুসারে প্লেয়ার অ্যান্ড প্লেয়ার সাপোর্ট আইনে জরিমানা হয়েছে বিরাটের।
ম্যাচ রেফারির অভিযোগ, গতকাল দ্বিতীয় ইনিংসের ২৫ নম্বর ওভার চলাকালীন ঘটনাটি ঘটেছে। খারাপ আউটফিল্ডের জন্য আম্পায়ার মাইকেল গাউকে অভিযোগ জানান বিরাট। তীব্র অসন্তোষ প্রকাশ করে রাগে বল ধরে ছুঁড়ে ফেলেন তিনি। ম্যাচ রেফারি ক্রিস ব্রড জানান, আক্রমণাত্মকভাবে আম্পায়ারের প্রতি অসন্তোষ প্রকাশ করা উচিত হয়নি বিরাটের।
বিরাটের এই ব্যবহারে ম্যাচ রেফারির কাছে অভিযোগ করেছেন মাইকেল গাউ, পল রেইফিল, রিচার্ড কেটেলবারো ও চতুর্থ আম্পায়ার আলাউদ্দিন পালেকর।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2EJmj5R
January 16, 2018 at 03:48PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন