ওভাল, ২৮ জানুয়ারি- নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর প্রথম টি-টোয়েন্টিতেও হেরেছিল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোর পাশাপাশি নিউজিল্যান্ডের বিপক্ষে টানা ১৩ হারের বৃত্ত ভাঙে তারা। আজ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ১৮ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে পাকিস্তান। আর এই জয়ে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও পুনরুদ্ধার করেছে সরফরাজ আহমেদের দল। ম্যাচের আগের দিন অনুশীলন করতে যেয়ে গোড়ালিতে চোট পেয়ে বসেন পেসার হাসান আলী। এমন খবর বেশ চিন্তায় ফেলেছিল পাকিস্তান শিবিরকে। যদিও খেলতে নামার পর সব বাধা টপকে তৃতীয় টি-টোয়েন্টিতেও জয় তুলে নেয় পাকিস্তান। টসে জিতে ব্যাট করতে নেমে নিজেদের আত্মবিশ্বাসের প্রমাণ দিয়েছে পাকিস্তানি ব্যাটসম্যানরা। ওপেনার ফখর জামানের ঝড়ো ব্যাটিংয়ে শুরুটা ছিল আগ্রাসী। চতুর্থ ওভারে আহমেদ শেহজাদ ঝড়ো গতিতে খেলে বিদায় নিলেও অপরপ্রান্ত থেকে ঝড় অব্যাহত রাখেন ফখর। ব্যক্তিগত ৪৬ রানে তাকে সাজঘরে ফেরান মিচেল স্যান্টনার। ৩৬ বলে ৪৬ রান তুলে সাজঘরে ফেরেন ফখর। যাতে ছিল ৫টি চার ও ১টি ছয়। তবে ব্যাটসম্যানরা সাজঘরে ফেরেন ঝড়ো গতিতে রান তুলেই। অধিনায়ক সরফরাজ ২৯ রানের ইনিংস খেলে বিদায় নেন। শেষ দিকে হারিস সোহেলের চেষ্টায় ৬ উইকেটে ১৮১ রান তুলে নেয় পাকিস্তান। ১২ বলে ৩টি চারে অপরাজিত ছিলেন সোহেল। ৬ বলে ১টি চার ও ১টি ছয়ে অপরাজিত ছিলেন ১৫ রানে। নিউজিল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট নেন মিচেল স্যান্টনার ও ইশ সোধি। নিউজিল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট নেন মিচেল স্যান্টনার ও ইশ সোধি। একটি করে নেন গ্র্যান্ডহোম ও ট্রেন্ট বোল্ট। আরও পড়ুন:দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের দারুণ জয় জবাবে নিউজিল্যান্ড সমানতালে জবাব দিতে পারেনি। তারা ৬ উইকেটে সংগ্রহ করে ১৬৩ রান। ওপেনার মার্টিন গাপটিল ৫৯ রান করে মঞ্চটা গড়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ দিকে সেভাবে ঝড় তুলতে ব্যর্থ হয়েছেন বাকি ব্যাটসম্যানরা। পাকিস্তানের পক্ষে ২টি উইকেট নেন শাদাব খান। একটি করে উইকেট নেন আমির ইয়ামিন, রুম্মন রঈস, মোহাম্মদ আমির ও ফাহিম আশরাফ। ম্যাচসেরা হন শাদাব খান আর সিরিজসেরা মোহাম্মদ আমির। সূত্র:একুশে টিভি এমএ/০৭:৩০/২৮ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2DTZqjd
January 29, 2018 at 01:45AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top