ক্রীড়া ডেস্ক : আগামী ৪ এপ্রিল শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসর। এই আসরের জন্য খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হবে আগামী ২৭ জানুয়ারি। আইপিএলের সর্বশেষ দুই আসরে বাংলাদেশ থেকে অংশ নেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।
অবশ্য সাকিব আল হাসান বেশ আগে থেকেই আইপিএলে খেলেন। আর মোস্তাফিজুর রহমান সর্বশেষ দুই আসরে খেলেছেন। তার আগে মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ আশরাফুল ও আব্দুর রাজ্জাক আইপিএলে খেলেছেন। এছাড়া তামিম ইকবালও একবার দল পেয়েছিলেন। কিন্তু কোনও ম্যাচ না খেলেই ফিরে এসেছিলেন তিনি।
আইপিএলের এবারের আসরে খেলার জন্য বাংলাদেশ থেকে আটজন খেলোয়াড় আগ্রহ প্রকাশ করেছেন। তারা হলেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, আবুল হাসান, মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। গতকাল বিসিসিআইয়ের কাছে এই আটজন খেলোয়াড়ের নামের তালিকায় পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঢাকাটাইমস
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2Ahn6bt
January 03, 2018 at 09:08PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.