ঢাকা, ১৪ জানুয়ারি- খেলার মধ্যে অনেক সময় মাঠের খেলা ছাপিয়ে যায় ক্রিকেটার সৌন্দর্য্যে। আর এমন ঘটনা হরহামেশাই ঘটছে। টেনিসে যেমন ভ্ক্তদের প্রিয় মারিয়া শারাপোভা। অজস্রবার বিয়ের প্রস্তাব পেয়েছেন মাঠেই খেলার সময়। তেমনি বাদ নেই ক্রিকেটাঙ্গানের নারীরাও। খেলার সাথে সাথে সৌন্দর্য্য দিয়েও আলোচনায় এসেছেন অনেক নারী ক্রিকেটার। আর এমন রুপের সৌন্দর্য্যে ভক্তদের মোহিত করা ১০ নারী ক্রিকেটারের তালিকা প্রকাশ করা হয়েছে যেখানে আছে বাংলাদেশি নারী তারকা জাহানারা আলম। দেখুন লিষ্টের সেরা ১০ নারী তারকা কারা: ১. এলিসা পেরি ২. ঈসা গুহ ৩. সারাহ টেলর ৪. হলি ফেরলিং ৫. মিথালি রাজ ৬. জাহানারা আলম ৭. ববিতা নেগি ৮. ডেন ভ্যান নেইকার ৯. সানা মীর ১০. সিসিলিয়া জয়েস। এমএ/০৫:০০/১৪ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2EFMQ3R
January 14, 2018 at 11:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top