নয়াদিল্লি, ১৪ জানুয়ারিঃ ১৩ জানুয়ারি মাঝরাত থেকে বিকল হয়ে যায় বেশ কিছু ভারতীয়র হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাওয়ার পর অনেকেই তাদের অসুবিধার কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন। ব্যবহারকারীরা জানান, হোয়াটসঅ্যাপ বিকল হয়ে যাওয়ার পর সেটা রিইনস্টল করা বা রিভাইভ করার কোনো অপশন ছিল না। একাধিক ব্যবহারকারী টুইটারে এই ইশ্যুর কথা জানালেও সুরাহা মেলেনি।
যাতে নতুন করে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করা হয়, টুইটারে সেই নির্দেশও দেওয়া হয়েছিল। তবে, গুগল প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করতে গিয়েও হয়নি। কারণ প্লে স্টোরে হোয়াটসঅ্যাপের কোনও আপডেটেড ভার্সন নেই।
জানা গিয়েছে, জায়ামি স্মার্টফোন ব্যবহারকারীরাই বিশেষত এই সমস্যার সম্মুখীন হয়েছেন। তবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ব্যবহারকারীদের এই সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2FD3enh
January 14, 2018 at 01:10PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন