মুম্বই, ৩১ জানুয়ারিঃ জলে নামল নৌবাহিনীর নতুন স্করপিয়ন সাবমেরিন আইএনএস করঞ্জ। বুধবার মুম্বইয়ের মাজগাঁও বন্দরে এই সাবমেরিনের যাত্রার সূচনা করেন নৌবাহিনীর প্রধান চিফ অ্যাডমিরাল সুনীল লাম্বা। এই নিয়ে মোট তিনটি স্করপিয়ন সাবমেরিন পেল ভারতীয় নৌবাহিনী। গত বছরের ডিসেম্বরেই জলে নেমেছিল, আইএনএস কালভারি। তারও আগে তৈরি আইএনএস খাণ্ডেরি এখন সি ট্রায়ালে চলছে। সব কটি সাবমেরিনেরই নকশা তৈরি করেছে ফরাসি নৌসুরক্ষা সংক্রান্ত সংস্থা ডিসিএনএস। নির্মাণকাজ করেছে মাজগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড। স্করপিয়ন শ্রেণীর মোট ছটি সাবমেরিন তৈরির প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এগুলি ২০২০ সালের মধ্যে নৌবাহিনীর হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2FwyJOK
January 31, 2018 at 11:44AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন