হেলিকপ্টার থেকে দড়ি ছিঁড়ে পড়ে গেলেন জওয়ানরা

নয়াদিল্লি, ১১ জানুয়ারিঃ দিল্লিতে প্রশিক্ষণ চলাকালীন দড়ি ছিঁড়ে নিচে পড়ে গেলেন তিন জওয়ান। মঙ্গলবারের এই ঘটনার ফুটেজটি প্রকাশ্যে এসেছে বৃহস্পতিবার। জানা গিয়েছে, ১৫ জানুয়ারি সেনা দিবস উপলক্ষে দিল্লিতে চলছিল সেনাদের বিভিন্ন কৌশলের প্রশিক্ষণ। সেই সময় একটি উড়ন্ত হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে নেমে আসছিলেন কয়েকজন জওয়ান। প্রথম জওয়ান নিরাপদেই মাটিতে নামেন। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় জওয়ান একসঙ্গে দড়ি বেয়ে নামার সময়ই হঠাৎ হেলিকপ্টার থেকে ছিঁড়ে যায় দড়ি। দুই জওয়ান সোজা এসে পড়েন মাটিতে। যদিও জানা গিয়েছে, জওয়ানদের কারও আঘাতই তেমন গুরুতর নয়। যদিও ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে সেনা।

ছবিটি প্রতীকী



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2mjfhNp

January 11, 2018 at 01:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top