ঢাকা, ১৬ জানুয়ারি- টানা ৫ বছর ক্যানসারের সঙ্গে লড়াই করে আজ (১৬ জানুয়ারি) বিকালে না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী শাম্মী আখতার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার স্বামী সংগীতশিল্পী আকরামুল ইসলাম প্রতিবেদককে খবরটি নিশ্চিত করেন। আকরামুল ইসলাম জানান, শাম্মী আখতার বাসাতেই ছিলেন। আজ দুপুরে বেশি অসুস্থ হয়ে পড়ায় বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই আনুমানিক বেলা ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার বিকাল ৪টা ৪৫ মিনিটের দিকে তিনি বলেন, সে অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতলে নেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু হাসপাতাল পর্যন্ত সময় সে দেয়নি। তার চলে যাওয়াটা হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করার পর, মরদেহ নিয়ে বাসায় ফিরলাম। দাফন বা জানাজা- কোনও কিছুই নির্ধারণ করা হয়নি। আমি লাশ নিয়ে বাড়ির বারান্দায় এলাম মাত্র। আরও পড়ুন: থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত সংগীতশিল্পী ফুয়াদ শাম্মী আখতারের জন্ম ১৯৫৭ সালের ১৬ ফেব্রুয়ারি। তার গানে হাতেখড়ি বরিশালের ওস্তাদ গৌর বাবুর কাছে। এরপর নানা সময়ে বিভিন্ন জনের কাছে গানে শিক্ষা নিয়েছেন তিনি। চলচ্চিত্রের গানে শাম্মী আখতারের যাত্রা শুরু আজিজুর রহমান পরিচালিত অশিক্ষিত সিনেমায় গান গাওয়ার মধ্যদিয়ে। এই চলচ্চিত্রে তার গাওয়া গাজী মাজহারুল আনোয়ারের লেখা ও সত্য সাহার সুর-সংগীতে আমি যেমন আছি তেমন রবো বউ হবো না রে ও ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে গান দুটির জনপ্রিয়তার কারণে আর পেছনে ফিরে তাকাতে হয়নি শাম্মী আখতারকে। এরপর এ শিল্পী চলচ্চিত্রে প্রায় তিন শ গান গেয়েছেন। তার কণ্ঠে জনপ্রিয়তা পাওয়া উল্লেখযোগ্য গানগুলো হচ্ছে বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভুইলো না, মনে বড় আশা ছিল তোমাকে শুনাবো গান, ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না, এই রাত ডাকে ঐ চাঁদ ডাকে হায় তুমি কোথায়, আমার মনের বেদনা বন্ধু ছাড়া বুঝে না, খোদার পরে তোমায় আমি বড় বলে জানি, আমি যেমন আছি তেমন রবো বউ হবো না রে, আমার নায়ে পার হইতে লাগে ষোল আনা ইত্যাদি। সূত্র: বাংলা ট্রিবিউন আর/০৭:১৪/০১ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2Dq2CTO
January 17, 2018 at 06:11AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন