পথ দুর্ঘটনায় মৃত্যু, বিক্ষোভ স্থানীয়দের

রতুয়া(মালদা), ২১ জানুয়ারিঃ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ভ্যানচালকের। রবিবার দুর্ঘটনাটি ঘটেছে রতুয়ার ভালুকা বাসস্ট্যান্ডের কাছে। মৃতের নাম আফসার (২৪)। বাড়ি হরিশচন্দ্রপুরের ভালুকা বাজার এলাকায়।

জানা গিয়েছে, এদিন সকালে ওই ব্যক্তি ভ্যান নিয়ে সবজি আনতে ভালুকা থেকে মানিকচকের নুরপুরের দিকে যাচ্ছিলেন। সেইসময় বিপরীত দিক থেকে আসা একটি দশ চাকা লরি ভ্যানটিতে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভ্যানচালকের। খবর পেয়ে ঘটনাস্থলে রতুয়া থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।

এদিকে, ঘটনায় জেরে ঘতক লরি সহ চালকের গ্রেফতারের দাবিতে রতুয়া-ভালুকা রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাঁদের অভিযোগ, প্রায় মাসখানেক আগে থেকে রতুয়া-ভালুকা রাজ্যসড়ক সম্প্রসারণের কাজ খুব ধীরগতিতে চলছে। এই কাজের জন্যে রাস্তার দু’ধারে মাটি ও সম্প্রসারনের উপকরণ ফেলে রাখা হয়েছে। ফলে দিনের পর দিন বাড়ছে যানজট ও দুর্ঘটনা। এদিন প্রায় ৪ ঘণ্টা সড়ক অবরোধের পর পুলিশের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।

সংবাদদাতাঃ পান্না



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2BhpcbU

January 21, 2018 at 03:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top