ঢাকা, ১৯ জানুয়ারি- টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন এনামুল হক বিজয়। কয়েকবার জীবন পেয়েও ব্যক্তিগত ৩৫ রানে ফিরের তিনি। এরপর সাকিবকে সঙ্গী করে রানের চাকা সচল রাখেন আরেক ওপেনার তামিম ইকবাল। দুই বন্ধু মিলে গড়েন ৯৯ রানের জুটি। সর্তক ভাবে শুরু করা তামিম আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল সেঞ্চুরির দিকে। কিন্তু ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরি তোলার আগেই ব্যক্তিগত ৮৪ রানে সাজঘরে ফিরতে হয় দেশ সেরা এই ওপেনারকে। ১০২ বলে ৭ চার আর ২ ছক্কায় সাজান এই ইনিংস। আরও পড়ুন:শ্রীলঙ্কার বিপক্ষে সানজামুলের পরিবর্তে মিরাজ! এর আগে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৮৪ রান করে মাঠ ছাড়েন তামিম। সেদিন অবশ্য অপরাজিত থেকে দলের বিজয় নিয়েই মাঠ ছাড়েন এ বাঁ-হাতি ব্যাটসম্যান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯২ রান। ৪৯ রান নিয়ে ব্যাট করছেন সাকিব। তাকে সঙ্গ দিচ্ছেন মুশফিক ১৩। আজ শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বেলা ১২টায় । যা সরাসরি সম্প্রচার করছে জিটিভি ও বিটিভি। টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই সেকেন্ড স্লিপে তার ক্যাচ মিস করেন কুশল মেন্ডিস। মাঝে ব্যক্তিগত ৩৪ রানে আরও একবার ক্যাচ তুলে দিয়ে জীবন পেলেও ইনিংসের ১৫তম ওভারের শেষ বলে শেষ রক্ষা হয়নি তার। থিসারার শর্ট বল পুল করতে গিয়ে ব্যাটে খেলতে পারেননি এনামুল। বল তার গ্লাভস ছুঁয়ে উইকেটরক্ষক নিরোশান ডিকভেলার গ্লাভসে বন্দি হয়। বাংলাদেশ দল: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফী বিন মোর্তুজা, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কা দল: উপুল থারাঙ্গা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, কুশল পেরেরা, থিসারা পেরেরা, আসেলা গুনারত্নে, নিরোশান ডিকভেলা, সুরাঙ্গা লাকমাল, নুয়ান প্রদীপ, আকিলা ধনঞ্জয়া ও য়ানিন্দু হাসারাঙ্গা। তথ্যসূত্র: গো নিউজ ২৪ আরএস/১২:৪৮/১৯ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2DNf0uy
January 19, 2018 at 08:39PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন