শিলং, ২ জানুয়ারিঃ মেঘালয়ে ভোটের মুখে ধাক্কা খেল কংগ্রেস। মঙ্গলবার, বিজেপিতে যোগ দিলেন রাজ্যের শাসক দলের প্রবীণ বিধায়ক আলেকজান্ডার এল হেক, এনসিপি-র প্রাক্তন ডেপুটি স্পিকার সানবোর শুল্লাই, ও ২ নির্দল বিধায়ক জাস্টিন ডাখার ও রবিনাস সিঙ্কন। তাঁদের সঙ্গে যোগ দেন জয়ন্তিয়া হিলস স্বশাসিত জেলা পরিষদের সদস্য হাম্বার্তাস নংটু।
গত শুক্রবারই, প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী রোয়েল লিংডো সহ পাঁচ কংগ্রেস বিধায়ক বিধানসভা থেকে ইস্তফা দেন। এদিন নতুন সদস্যদের স্বাগত জানানোর সময় কেন্দ্রীয় পর্যটন প্রতিমন্ত্রী তথা মেঘালের নির্বাচন-ভারপ্রাপ্ত বিজেপি নেতা কে জে অ্যালফন্স জানিয়ে দেন, আসন্ন ভোটে কংগ্রেসকে ক্ষমতাচ্যূত করবে তাঁর দল।
উল্লেখ্য, আগামী ৬ মার্চ বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। পরের বছরই নাগাল্যান্ড ও ত্রিপুরার পাশাপাশি, মেঘালয়েও নির্বাচন হবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2Cvk49x
January 02, 2018 at 10:43PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন