রায়গঞ্জ, ৫ জানুয়ারিঃ বড়সড় ডাকাতির ছক বানচাল করল রায়গঞ্জ থানার পুলিশ। প্রচুর পরিমাণে ধারালো অস্ত্র, একটি নাইন এমএম পিস্তল ও তিন রাউন্ড কার্তুজ, তিনটি ভোজালি, একটি কাটার, একটি শাবল, তিনটি টর্চ ও ছয়টি মোবাইল ফোন সহ গ্রেফতার করা হয় ছয়জনের একটি ডাকাতদলকে। ইটাহার ও মালদার কুখ্যাত ডাকাতদলের সঙ্গে যুক্ত ওই ডাকাতদলটি। ধৃতদের শুক্রবার রায়গঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে। ধৃতদের সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেছিল রায়গঞ্জ থানার পুলিশ। তবে আজ পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
পুলিশ সূত্রে খবর, বৃ্হস্পতিবার সন্ধ্যায় রায়গঞ্জ শহর সংলগ্ন গোয়ালপাড়া এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল ওই ছয় দুষ্কৃতী। গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশ সুপার শ্যাম সিং এর নেতৃত্বে রায়গঞ্জ থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী ওই এলাকায় হানা দিতেই প্রচুর পরিমাণে অস্ত্র সহ হাতে নাতে গ্রেফতার করে ওই ছয় দুষ্কৃতীকে।
শ্যাম সিং বলেন, ধৃতদের বিরুদ্ধে মালদার হবিবপুর ও হরিশ্চন্দ্রপুর এলাকায় ডাকাতির অভিযোগ ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে জেলা পুলিশের কর্তারা।
সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2CrDDvr
January 05, 2018 at 04:50PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন