শিলিগুড়ি, ২৬ জানুয়ারিঃ গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে কামরূপ এক্সপ্রেস থেকে ৩ কেজি ৯৮৪ গ্রাম সোনা উদ্ধার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ২৬ লক্ষ ৫৫ হাজার টাকা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ২ জনকে। ধৃতরা কানাইয়ালাল বোরো (৪৩) এবং প্রসিদ্ধ নারায়ণ (৩৫)। এরা দুজনই উত্তরপ্রদেশের বাসিন্দা। জানা গিয়েছে, কিছুদিন আগে এরা আইজলে যায়। সেখান থেকে তারা এই চিনা সোনা নিয়ে গুয়াহাটি আসে। সেখান থেকে কামরূপ এক্সপ্রেসে করে গতকাল এনজেপি আসে ওই দুই ব্যক্তি। গতকাল খবর পেয়ে ডিআরআই ওই দুজনকে আটক করে আজ কলেজপাড়ার অফিসে নিয়ে আসে। সেখানেই তাদের তল্লাশি চালিয়ে ট্রলিব্যাগের হাতলের ভেতর থেকে ওই বিপুল পরিমাণ সোনা উদ্ধার করে। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। তাদের হেপাজতে নেওয়ার আবেদন জানানো হবে।
সংবাদদাতাঃ রাহুল মজুমদার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2Fjc4FM
January 26, 2018 at 04:22PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন