৩৭ লক্ষ টাকার সোনা সহ কলকাতা বিমানবন্দর থেকে ধৃত এক ব্যক্তি

কলকাতা, ১৮ জানুয়ারিঃ ১ কেজি ১৬৭ গ্রাম সোনা সহ কলকাতা বিমানবন্দরে এক ব্যক্তিকে গ্রেফতার করল শুল্ক দপ্তর। ধৃতের বাড়ি তামিলনাড়ুর রামানাথপুরম এলাকায়। বাজেয়াপ্ত সোনার মূল্য প্রায় ৩৫ লাখ ৫৯ হাজার ৯৬০ টাকা।

জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তি মঙ্গলবার রাতে জেট এয়ারওয়েজের ৯ডব্লিউ ৬৬৮ বিমানে শিলচর থেকে কলকাতায় আসেন। কলকাতা বিমানবন্দরের ডমেস্টিক এরিয়ায় পৌঁছয়। সন্দেহজনক গতিবিধি হওয়ায় তাকে আটক করা হয়। এরপর তল্লাশির পর ওই ব্যক্তির জুতো থেকে উদ্ধার হয় ৭টি সোনার বিস্কুট। ওজন ১১৬৭.২ গ্রাম। জেরায় তার কথায় অসঙ্গতির জেরে গ্রেফতার করা হয়েছে তাকে।

শুল্ক দপ্তরের দাবি, বিদেশ থেকে সোনা পাচারের জন্য কলকাতায় নিয়ে আসা হয়েছিল। ধৃত ব্যক্তি কোনো বড়ো আন্তর্জাতিক পাচারচক্রের সঙ্গে জড়িত। গোটা ঘটনার তদন্তের স্বার্থে তাকে হেপাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2mUl8df

January 18, 2018 at 08:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top