মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই -মুনতাসির আলী

DSC_0628মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ থেকে :: খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট-২ আসনে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ মুনতাসির আলী বলেছেন, আমরা চাই আল্লাহর সন্তুষ্টির অর্জনের লক্ষ্যে কোরআন-হাদিসের আলোকের একটি সুন্দর, সুখী ও সমৃদ্ধ রাষ্ট্র গড়তে। আল্লাহ আইন তথা খেলাফত প্রতিষ্টার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে। আমরা সন্ত্রাস নয় শান্তি চাই, দুর্নীতি নয় উন্নয়ন চাই। তিনি বলেন, দেশে যে রাজনীতি হচ্ছে তা আদৌ রাজনীতি নয়। যদি দেশ ও মানুষের কল্যাণে রাজনীতি হতো তাহলে মায়ের পেটের শিশু গুলিবিদ্ধ হয়ে মারা যেত না। আমরা নেতা হওয়ার জন্য রাজনীতি করি না, জনসমর্থনের মাধ্যমে সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত একটি সমাজ গড়তে চাই। আমি মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। এজন্য সকলের সহযোগীতা প্রয়োজন।
তিনি বুধবার (২৪জানুয়ারি) সকালে বিশ্বনাথ উপজেলা দৌলতপুর ইউনিয়নের দূর্যাকাপন গ্রামে খেলাফত মজলিসের উদ্যোগে অনুষ্ঠিত শীতের কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দৌলতপুর ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা এমাদুর রহমানের সভাপতিত্বে ও স্থানীয় ওয়ার্ড শাখার সভাপতি লোকমান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটে জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওয়াদূদ, বিশ্বনাথ উপজেলা সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক সায়েফ আহমদ সায়েক, দূর্যাকাপন জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ ফখরুল ইসলাম। শুরুতে কোরআন তেলাওয়াত করেন ফারহান আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- যুক্তরাজ্য প্রবাসী আব্দুল খালিক, উপজেলা শ্রমিক মজলিসের সমাজ কল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন, এলাকার মুরব্বী আব্দুস শহিদ, আব্দুল মানিক, খেলাফত মজলিস নেতা নজির আহমদ, আনছার আলী, এহিয়া আহমদ, মিছবাহ উদ্দিন, ফয়েজ আহমদ, খালেদ আহমদ, আব্দুল ওদুদ, আখতার আলী, শাহ আলম, ইসমাইল আলী, আছকন্দর আলী, আব্দুল মুমিন, রাসেল আহমদ, কবির আহমদ প্রমুখ।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2rATQ0h

January 24, 2018 at 04:39PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top