মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ থেকে :: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের মাহতাবপুরে সুরমা নদীর অব্যাহত ভাঙ্গন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। তিনি শনিবার (২০জানুয়ারি) সন্ধ্যায় সুনামগঞ্জ থেকে সিলেট ফেরার পথে মাহতাবপুরে এলাকাবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে এই আশ্বাস প্রদান করেন।
পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু সুনামগঞ্জ থেকে সিলেট আসছেন এমন সংবাদ পেলে মাহতাবপুর এলাকার কয়েক শতাধিক মানুষ শনিবার বিকেল ২টা থেকে সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশে দাঁড়িয়ে মন্ত্রীর জন্য অপেক্ষা করতে থাকেন। সন্ধ্যা সাড়ে ৬টায় মন্ত্রী মাহতাবুর পৌঁছলে লোকজন মন্ত্রীকে স্বাগত জানান এবং নদী ভাঙ্গন থেকে রক্ষা পেতে প্রয়োজনী ব্যবস্থা গ্রহনের অনুরোধ করলে মন্ত্রী গাড়ি থেকে নেমে পড়েন এবং উপস্থিত লোকজনের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এসময় মন্ত্রীকে অভিনন্দন ও মাহতাবপুর এলাকায় নদী ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহনের আহবান জানিয়ে বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া।
এসময় উপস্থিত ছিলেন- বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার, থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম, উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক এ কে এম দুলাল, ইউপি সদস্য কাঞ্চন কুমার চক্রবর্তী, হেলাল আহমদ, সাবেক মেম্বার গিয়াস উদ্দিন, মুরব্বি হাজী আক্রম আলী, নওসা মিয়া, সামছুন্নুর, ময়নুল হক, ইমানি মিয়া, রুশন আলী, আমিনুল হক, জাপা নেতা প্রদীপ চন্দ্র দেব, আব্দুল হাই, প্রতাপ পাল, মখদ্দুছ আলী, আব্দুন নুর, করম আলী, জুনেদ আহমদ, আব্দুল ওয়াহিদ, সফর আলী, কাবিল মিয়া, বারিক মিয়া, আত্তর আলী, শাহিন আহমদ, শাহজাহান মিয়া, বরকত আলী, সাহাবুদ্দিন, লালা মিয়া, আফরুজ আলী, সানুর আলী, সেলিম উদ্দিন প্রমুখ।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2Dxfkjq
January 20, 2018 at 11:11PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন