কলকাতা, ০৯ জানুয়ারি- পৌষের শেষ লগ্নে দুরন্ত ফর্মে শীত। আজ শহরের তাপমাত্রা ১০.৫। আগামী ৭২ ঘণ্টায় আরও নামবে তাপমাত্রা । শীতে জবুথবু বিভিন্ন জেলা। কলকাতা ছাড়া সব জেলাতেই চলবে শৈত্য প্রবাহ। দার্জিলিং ও কালিম্পঙে তাপমাত্রা জিরো ডিগ্রিতে পৌঁছবে । উত্তরবঙ্গে সব জেলায় কোল্ড ডে ও ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রাতের পাশাপাশি দিনেও তাপমাত্রা নামবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী তিনদিন রাজ্যের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। দিনের তাপমাত্রাও সর্বনিম্ন তাপমাত্রার চেয়ে খুব একটা বাড়বে না। ঘন কুয়াশা থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব, পশ্চিম বর্ধমানে। উত্তরবঙ্গেও বাড়বে শীত। দার্জিলিং ও কালিম্পঙে গ্রাউন্ড ফ্রস্টের সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। অব্যাহত পারদ-পতন। নভেম্বরের শীতের আমেজ ডিসেম্বরের শুরুতে থামিয়ে দিয়েছিল আরবসাগরের ঘূর্ণিঝড় ও বঙ্গোপসাগরের নিম্নচাপ। টানা ঠান্ডার সেই আমেজ আবার ফিরেছে জানুয়ারিতে। পাক্কা এক মাস পর। এক্কেবারে রণংদেহি মেজাজে। শৈত্যপ্রবাহে কাঁপছে বিভিন্ন জেলা। চাদরমুড়ি দিয়ে কাঠের আগুনে উষ্ণতা খুঁজছে জনতা। সপ্তাহের প্রথম দিন কলকাতার তাপমাত্রা ১০. ৫ ডিগ্রি। আগামী বাহাত্তর ঘণ্টায় আরও নামবে পরদ। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। শীতে কাঁপছে জেলাও। কলকাতা ছাড়া সব জেলাতেই শৈত্য প্রবাহের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং ও কালিম্পঙে তাপমাত্রা জিরো ডিগ্রিতে পৌঁছবে। উত্তরবঙ্গে সব জেলায় কোল্ড ডে ও ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের বীরভূম,মুর্শিদাবাদ,নদিয়াও ঘন কুয়াশায় ঢাকা থাকবে। কুয়াশা থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমানেও। কোল্ড ডে পরিস্থিতি মুর্শিদাবাদে। আরও পড়ুন: দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি, কলকাতায় রেকর্ড জলপাইগুড়ি সর্বনিম্ন তাপমাত্রা ৩.৮ ডিগ্রি সেলসিয়াস। কাঁপন ধরাচ্ছে হাড়হিম করা শীত। প্রয়োজন ছাড়া অনেকেই রাস্তায় বেরচ্ছেন না। বালুরঘাট জাঁকিয়ে শীত পড়েছে দুই দিনাজপুরেও। চার ডিগ্রির নীচে নেমে গেছে তাপমাত্রা । দক্ষিণ দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা ৩.৮ ডিগ্রি সেলসিয়াস। সতের বছরে এটাই সর্বনিম্ন তাপমাত্রা । উত্তর দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা ৩.৯ ডিগ্রি। মালদহ সর্বনিম্ন তাপমাত্রা ৫.৫ ডিগ্রি । ঘন কুয়াশায় মোড়া চারদিক। মোড়ে মোড়ে আগুনের তাপে একটু উষ্ণতার খোঁজে মানুষ। অনেক বেলা পর্যন্ত হেডলাইট জ্বেলে ধীর গতিতে এগিয়েছে গাড়ি। পুরুলিয়া শীতে জবুথবু পুরুলিয়াও। সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস। বীরভূম সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রি। ৬০ নম্বর জাতীয় সড়ক -সহ বিভিন্ন জাতীয় ও রাজ্য সড়ক ধীর গতিতে চলছে গাড়ি। কনকনে ঠান্ডায় উষ্ণতার খোঁজার চেষ্টায় বীরভূমবাসী। ৩.৯ ডিগ্রিতে কাঁপছে কোচবিহার। ঠান্ডায় কাঁপছে শ্রীনিকেতন, পানাগড়, দুর্গাপুর। বাঁকুড়াতেও তাপমাত্রা ১০-এর নীচে । এই বছর জানুয়ারিতে লম্বা স্পেলে শীতের ইনিংস । বাহাত্তর ঘণ্টায় রাজ্যে শীতের দাপট আরও বাড়বে । তার পরের তিনদিনেও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা কম। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সূত্র: নিউজ১৮ আর/১২:১৪/০৯ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2DbZPe2
January 09, 2018 at 07:02AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top