নয়াদিল্লি, ১৪ জানুয়ারিঃ বিচারক বি এইচ লোয়ার মৃত্যু নিয়ে রাজনৈতিক স্বার্থসিদ্ধির চেষ্টা না করার আবেদন জানাল তাঁর পরিবার। রবিবার সাংবাদিক বৈঠকে বিচারক লোয়ার ছেলে অনুজ লোয়া বলেন, ‘বেশ কয়েকদিন ধরেই হয়রানির শিকার আমাদের পরিবার। অনুগ্রহ করে আমাদের হেনস্থা করবেন না। বাবার মৃত্যু নিয়ে আমাদের এখন কোনও সন্দেহ নেই। একইসঙ্গে লোয়া পরিবারের আইনজীবী অমিত নায়েক বলেন, ‘বিচারপতি লোয়ার মৃত্যুতে কোনও ষড়যন্ত্র দেখছে না তাঁর পরিবার। আমরা এতে রাজনীতির বলি হতে চাই না।’
২০১৪ সালের ১ ডিসেম্বর এক সহকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বিচারপতি লোয়ার। সেইসময় ভুয়ো সংঘর্ষে গ্যাংস্টার সোহরাবুদ্দিনের হত্যার অভিযোগ দায়ের করা মামলার শুনানি চলছিল বিচারপতি লোয়ার এজলাসে। তবে এই মৃত্যু অস্বাভাবিক বলে জানায় লোয়ার পরিবার। এরপরেই নানা মহল থেকে মৃত্যুর তদন্ত চেয়ে সিট গঠনের দাবি জানানো হয়।
এদিকে, গত শুক্রবার সুপ্রিমকোর্টের ৪ প্রবীণ বিচারপতি প্রধান বিচারপতি দীপক মিশ্রের বিরুদ্ধে নানাবিধ অভিযোগে সরব হয়েছিলেন। তাঁদের অভিযোগ, গুরুত্বপূর্ণ মামলা চলে যাচ্ছে জুনিয়র বিচারপতিদের কাছে। তখনই সোহরাবুদ্দিনের ভুয়ো এনকাউন্টার মামলার দায়িত্বে থাকা বিচারপতি লোয়ার মৃত্যু নিয়েও প্রশ্ন তোলেন অভিযোগকারী বিচারপতিরা। ওই মামলার সঙ্গে জড়িত রয়েছে বিজেপি সভাপতি অমিত শাহের নামও।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2rax3s8
January 14, 2018 at 09:55PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন