সুরমা টাইমস ডেস্ক ঃঃ মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের মুখে রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক পরিস্থিতি দেখতে কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে এসেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার বিশেষ দূত ইয়াং হি লি। শনিবার সকাল নয়টার দিকে তিনি টেকনাফের দমদমিয়া রোহিঙ্গা ক্যাম্পে আসেন। পরে তিনি ক্যাম্প ঘুরে দেখেন।
এরপর জাতিসংঘের বিশেষ দূত টেকনাফ নেচার পার্কে মিয়ানমার থেকে পালিয়ে আসা ১০ পুরুষ ও ১০ জন নারীর সঙ্গে বৈঠক করে তাদের ওপর নির্যাতনের কথা শোনেন।
তার সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও ক্যাম্পে নিয়োজিত আন্তর্জাতিক দাতা সংস্থার কর্তকর্তারা উপস্থিত ছিলেন।
ইয়াং হি লির দুপুর ১২টার দিকে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে।
প্রসঙ্গত, জাতিসংঘের বিশেষ দূত ইয়াং হি লি বুধবার রাতে ঢাকায় পৌঁছান এবং শুক্রবার দুপুরে তিনি কক্সবাজার আসেন।
চলতি মাসে তার মিয়ানমার সফরের কথা থাকলেও দেশটির নিষেধাজ্ঞার কারণে তিনি মিয়ানমারের পরিবর্তে বাংলাদেশ সফরে আসেন। সফরে তিনি সাত দিন বাংলাদেশে অবস্থান করবেন।
গত বছরের আগস্টে মিয়ানমার সেনাবাহিনী রাখাইনে হত্যাযজ্ঞ চালায়। এ সময় নির্যাতনের মুখে পালিয়ে প্রায় সাড়ে ৬ লাখ মুসলিম রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেন। তাদের ফেরতের বিষয়ে বাংলাদেশ ও মিয়ানমার সম্প্রতি চুক্তি করেছে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2Dr97q7
January 20, 2018 at 01:49PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন