বেসরকারি মেডিকেলে ভর্তিতে ‘নয়ছয়’ খতিয়ে দেখছে স্বাস্থ্য মন্ত্রণালয়

সুরমা টাইমস ডেস্ক::                       রাজধানীসহ সারাদেশে বেসরকারি মেডিকেল কলেজের ভর্তিতে নয়ছয় (অনিয়ম) হয়েছে কিনা তা খতিয়ে দেখছে স্বাস্থ্য মন্ত্রণালয়। চলতি বছর এমবিবিএস কোর্সে (২০১৭-১৮ শিক্ষাবর্ষ) প্রথমবর্ষে ভর্তি কার্য়ক্রম গত ৭ই জানুয়ারি শেষ হয়েছে। এ সময়ের মধ্যে ভর্তি কার্য়ক্রম সম্পাদন সংক্রান্ত তথ্য-উপাত্ত পাঠাতে সকল বেসরকারি মেডিকেল কলেজ অধ্যক্ষদের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত ১৮ই জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-২ এর উপ সচিব উম্মে কুলসুম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য উপাত্ত চাওয়া হয়।গত বছরের ৬ই অক্টোবর স্বাস্থ্য অধিদফতরের অধীনে কেন্দ্রীয়ভাবে রাজধানীসহ সারাদেশে এমবিবিএস কোর্সের প্রথমবর্ষের (২০১৭-১৮) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। সরকারি ৩১টি মেডিকেলে তিন হাজার ৩১৮ ও বেসরকারি ৬৯টি মেডিকেলে ছয় হাজার ২৫০ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় ৮২ হাজার ৭৮৮ শিক্ষার্থী অংশ নেয়।

স্বাস্থ্য অধিদফতর এমসিকউ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে জাতীয় মেধা তালিকা প্রকাশ করে। এ তালিকার ভিত্তিতে প্রথমে সরকারি ও পরে বেসরকারি মেডিকেলে শিক্ষার্থী ভর্তির নির্দেশনা জারি করা হয়। ইতিমধ্যে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির সময় শেষ হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের একাধিক শীর্ষ কর্মকর্তা বলেন, বেশ কিছু বেসরকারি মেডিকেল কলেজের বিরুদ্ধে মেধাতালিকাকে পাশ কাটিয়ে সুকৌশলে তালিকার পেছনে থাকা শিক্ষার্থীদের ভর্তির অভিযোগ উঠেছে।

এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের বেঁধে দেয়া ১৯ লাখ ৯০ হাজার (ভর্তি ফি ১৩ লাখ ৯০ হাজার, ইন্টার্নি ভাতা ফি এক লাখ ২০ হাজার ও টিউশন ফি চার লাখ ৮০ হাজার) টাকার চেয়ে বেশি টাকা নিয়ে অনিয়ম করা হয়। উত্তরা আধুনিক মেডিকেল কলেজে অনিয়ম করে ভর্তির বিরুদ্ধে আদালতে রিট হয়। পরে রিটকারী শিক্ষার্থীদের ভর্তির নির্দেশ দেয় আদালত। এসব কারণে মন্ত্রণালয় সকল মেডিকেল কলেজের ভর্তির তথ্য উপাত্ত খতিয়ে দেখছে বলে জানান তারা।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্ধারিত ছকে শিক্ষার্থীর নাম, ভর্তির তারিখ, জাতীয় মেধাতালিকার স্কোর, মেধাতালিকায় স্থান ও কোনো কোটায় ভর্তি করা হয়েছে কিনা তা জানাতে বলা হয়। ভর্তি প্রক্রিয়া নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন না হয়ে থাকলে যৌক্তিক কারণসহ ব্যাখ্যা করতে বলা হয়েছে। এ ছাড়া বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনা নীতিমালা ২০১১ (সংশোধিত) এর ৩ দশমিক ৬ ধারা অনুসারে দরিদ্র মেধাবী কোটায় আবেদনকৃত শিক্ষার্থীর তালিকা ও এ সংক্রান্ত গভনিং বডির কার্যরিবরণীও পাঠাতে বলা হয়।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2FbtFzs

January 24, 2018 at 11:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top