আসামির স্বীকারোক্তি অনুযায়ী পিস্তল-গুলি উদ্ধার


সুরমা টাইমস ডেস্ক ঃঃ বরিশালের বাকেরগঞ্জে আওয়ামী লীগ নেতা সৈয়দ সুলতান হোসেন মীরকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় বিএনপি নেতা সালাম সিকদারকে গ্রেফতারের পর স্বীকারোক্তি অনুযায়ী পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা পুলিশ কার্যালয়ে পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম সংবাদ সম্মেলন করে এই তথ্য দেন।

এসময় পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, গত ২০১৭ সালের ১১ ডিসেম্বর সন্ধ্যায় বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি বাজারে পূর্ব শত্রুতার জের ধরে আটক বিএনপি নেতা সালাম সিকদারের নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসী হামলা চালায়।

এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ সুলতান হোসেন মীরকে গুলি করে আহত করেন। এ ঘটনায় আহত সুলতান মীরের স্ত্রী নাসরিন আক্তার বাদী হয়ে সালাম সিকদারসহ ১১ জনের নাম উল্লেখ করে বাকেরগঞ্জ থানায় মামলা করেন।

এরপর গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকর্মকতা মো. আ. হক’র নেতৃত্বে এবং ডিবি পুলিশের একটি দল গত ৯ জানুয়ারি মামলার প্রধান আসামি সালাম সিকদারকে রাজধানী থেকে গ্রেফতার করে।

আদালত সালামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করলে গত ১৬ জানুয়ারি(মঙ্গলবার) সালামের স্বীকারোক্তি অনুযায়ী তার বসতঘরের খাটের নিচ থেকে ১টি পিস্তল, ১ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে সুলতান হোসেন মীরকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছিলেন বলে সালাম সিকদার স্বীকার করেন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2DlrTiv

January 17, 2018 at 02:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top