কমলগঞ্জ ইসকন মন্দিরে চুরি


সুরমা টাইমস্‌ ডেস্ক ঃঃমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদরের ভানুগাছ বাজারস্থ সনাতন ধর্মাবলম্বীদের উপাসনা প্রতিষ্টান ইসকন মন্দিরে গত রোববার ভোর রাতে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে।

মন্দিরের সেবাইত সুরেন্দ্র কুমার সিংহ জানান, গত রোববার ভোর রাতে ভোগ মন্দিরের বেড়া ভেঙ্গে সেবাকাজে ব্যবহৃত ভোগ রান্নার পিতলের বড় বড় ডেগ সহ রান্নার বিভিন্ন সামগ্রী ও মন্ডব প্রাঙ্গনে রতি একটি ১০০ সিসি ফ্রিডম মোটর সাইকেলসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে। মন্দিরের অফিস করে তালা ভাঙ্গার চেষ্টাকালে ঘুমন্ত সেবাইতরা জেগে উঠলে চোর দল পালিয়ে যায়।

কমলগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মুগ্নী মুহিত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আতংকিত কমলগঞ্জ পৌরসভার সনাতন ধর্মাবলম্বীরা অবিলম্বে মন্দিরের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানিয়েছেন। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2CF3D6E

January 08, 2018 at 05:59PM
08 Jan 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top