ঢাকা, ১৭ জানুয়ারি- ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ব্যক্তিগত সফরে বাংলাদেশে অবস্থান করছেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত, সাহিত্য সম্মেলনে অংশগ্রহণসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানসূচক ডি লিট ডিগ্রি গ্রহণও রয়েছে তার কার্যতালিকায়। চারদিনের এই সফরের ব্যস্ততার মধ্যে ভারতের সাবেক রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত হয়ে গেল বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানের। প্রণব মুখার্জিকে নিজের নাম এবং নম্বর ৭৫ অংকিত একটি জার্সি উপহার দেন সাকিব। সেই সাক্ষাতপর্বের ছবি নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে প্রকাশ করেছেন বিশ্বসেরা অল-রাউন্ডার। ক্যাপশনে লিখেছেন নিজের আনন্দের কথা। দুই দেশের সম্পর্ক উন্নয়নের কথাও উঠে এসেছে সাকিবের লেখায়। বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় লিখেছেন, বাংলাদেশ ও বাঙ্গালির অকৃত্রিম বন্ধু, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বাংলাদেশ সফরকালীন সময়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়। আরও পড়ুন: হাথুরুর শ্রীলঙ্কাকে দাপটে হারাল জিম্বাবুয়ে! কিছু সময় অতিবাহিত এবং উপহার হিসাবে বাংলাদেশের লালসবুজের জার্সি দিতে পেরে আনন্দবোধ করছি। তিনি সব সময় দুই দেশের সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করেছেন। আমাদের এগিয়ে চলার পথে তিনি সব সময় অনুপ্রেরণা হয়ে থাকবেন। ধন্যবাদ। তথ্যসূত্র: কালের কণ্ঠ অনলাইন এআর/২২:২৮/১৭ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2reN7sY
January 18, 2018 at 04:28AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top