মুর্শিদাবাদ, ২০ জানুয়ারি- ঘন কুয়াশায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত আটজন। আহত অন্তত ২০। এ দিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙায়। দুর্ঘটনাগ্রস্ত বাসটি নওদার আমতলা থেকে বেলডাঙা হয়ে বহরমপুর যাচ্ছিল। সম্ভবত ঘন কুয়াশার জন্যই বেলডাঙার বেগুনবাড়ির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে নয়ানজুলির মধ্যে উল্টে যায়। দুর্ঘটনার পরে স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে পুলিশ। যদিও, নয়ানজুলির জলের মধ্যে বাস উল্টে যাওয়ায় এক মহিলা-সহ আটজন যাত্রী প্রাণ হারান। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় হাসপাতাল এবং বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক উদ্ধারকাজ শেষ হওয়ার পরেই এই মৃতদেহ শনাক্তকরণ নিয়ে অশান্তি শুরু হয়। অভিযোগ মৃতদেহ শনাক্ত করার সুযোগ না দিয়েই দ্রুত সেগুলি বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। আরও পড়ুন: অত্যন্ত বিপজ্জনক কলকাতার দূষণ পরিস্থিতি এর পরেই বেলডাঙা থানার আইসি-কে ঘেরাও করে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। তথ্যসূত্র: এবেলা এআর/১০:৫০/২০ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2DmtXTn
January 20, 2018 at 04:52PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন